মানুষের ব্যবহার, মনোভাব আর mood swing এর ওপর আমাদের চারপাশের রঙ কীভাবে প্রভাব ফেলে জানতে চান?

0
356

হলুদ রঙ আপনাকে উদ্বিগ্ন করে তোলে? নীল রঙে খুঁজে পান শান্তি?

বিভিন্ন রঙ বিভিন্ন ভাবে আমাদের চিন্তা-ভাবনা,মনন-মানসিকতার ওপর বিস্তীর্ণভাবে প্রভাব ফেলতে পারে।
মনস্তাত্ত্বিক বিভাগে Colour Psychology ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় ।

বিভিন্ন রঙ বিভিন্ন ভাবে আমাদের চিন্তা-ভাবনা,মনন-মানসিকতার ওপর বিস্তীর্ণভাবে প্রভাব ফেলতে পারে।

বহু জটিল মানসিক রোগ নির্মূল করতেও বর্তমানে Colorology ব্যবহার করা হয়।

Red অর্থাৎ লাল রঙ মানুষের শরীর ও মনকে উদ্দীপিত করে রক্তপ্রবাহ বৃদ্ধিতে সাহায্য করে।
স্নায়ুকে উদ্দীপিত করে শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে Yellow অর্থাৎ হলুদ রঙ।
Orange অর্থাৎ কমলা রঙের প্রভাবে সারে ফুসফুসজনিত রোগ এবং এই রঙের জাদুতে এনার্জি লেবেল ও হয় আকাশচুম্বী।
Blue অর্থাৎ নীল রঙ শান্ত করে অসুস্থ মনকে এবং যন্ত্রনায় আরাম প্রদান করে।
Idigo অর্থাৎ আসমানী রঙ সাহায্য করে ত্বকের সমস্যা সমাধানে।

Leave a Reply