আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস – ০৩.০৭.২০২০ জুলাই

0
492

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস

বর্তমানে পরিবেশে প্লাস্টিক ব্যাগ দূষণ নিয়ে চিন্তিত বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানী। আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে তাই জেনে নিই আমরা এর ইতিহাস এবং কেন আমাদের প্লাস্টিক ব্যাগ বর্জন করা উচিত সেই সম্বন্ধে।

শুরুর কথা

এই দিনটি প্রথম উদযাপন করেন ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড নামক একটি সংস্থা।
এই দিনটি উদযাপন করার উদ্দেশ্য ছিল মানুষকে প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক দিকটি সম্বন্ধে অবগত করানো এবং ভবিষ্যতের জন্য এক প্লাস্টিক মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তোলা।
কেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা অনুচিত?
প্লাস্টিক-কে সহজে ধ্বংস করা অসম্ভব।
প্লাস্টিক-কে যদি পোড়ানো হয় তখন সেটি বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে যা মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি কর।
প্লাস্টিকের বর্জ্য পদার্থ যদি জলে ফেলা হয় তাহলে তা জলক সমস্ত প্রানীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।
সবদিকথেকেই প্লাস্টিক একটি সাংঘাতিক ক্ষতিকর বস্তু।

প্লাস্টিক ব্যাগের বিকল্প কি?

প্লাস্টিক ব্যাগের যোগ্য বিকল্পগুলি হল :
১. কাগজের ব্যাগ
২. কাপড়ের ব্যাগ
৩. পাটের ব্যাগ

Leave a Reply