উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হোক নিউজিল্যান্ডে! জেনে নিন বিস্তারিত

0
1308

বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষা মাধ্যমের দেশ গুলির মধ্যে অন্যতম হল নিউজিল্যান্ড।এই দেশে বিশ্বের অসাধারণ শিক্ষকের কাছে উন্নতমানের শিক্ষা লাভের সুযোগ মেলে।এছাড়াও রিসার্চের জন্য আছে উন্নত মানের সুযোগ সুবিধা, বৈজ্ঞানিক গবেষনার জন্য আছে উন্নত মানের ল্যাব এবং শিক্ষার্থীদের সাহায্যের জন্য আছে সমস্তরকমের উন্নত মানের টেকনোলজির সুযোগ সুবিধা।

এছাড়াও নিউজিল্যান্ড শিক্ষার্থীদের থাকার জন্য একটি সুন্দর পরিবেশ প্রদান করে।আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পড়তে এলে তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর বিশ্বজোড়া কেরিয়ারের রাস্তা তাদের সামনে খুলে যায়।

ভারতীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ড কতটা যোগ্য স্থান

নিউজিল্যান্ডে আটটি স্টেট ফান্ডেড বিশ্ববিদ্যালয় আছে এবং ছয়শোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে।যেসব শিক্ষার্থীরা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয় তারা সেখানে একেবারে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি পূর্ণ করতে পারে।এছাড়াও টেকনোলজি ও পলিটেকনিক-এর ওপর কোর্স করার জন্য রয়েছে ২৩টির বেশী শিক্ষাপ্রতিষ্ঠান।নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রচুর সুযোগ প্রদান করে।

নিউজিল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহনের সার্টিফিকেট থাকলে বিশ্বের যেকোনো বড় বড় কোম্পানির সাথে নিযুক্ত হওয়া হয়ে যায় ভীষণ সহজে ।

খরচের পরিমান

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আন্দাজ খরচঃ

  • স্নাতক- প্রত্যেক বছরে আট লাখ থেকে এগারো লাখের মতো।
  • স্নাতকোত্তর- প্রত্যেক বছরে এগারো লাখ থেকে আঠেরো লাখের মতো।

যদিও আর্টস বিভাগের বিষয়গুলির খরচ সায়েন্সের থেকে কম।

নিউজিল্যান্ডের থাকা খাওয়ার আন্দাজ খরচ প্রত্যেক বছরে প্রায় ছয় লাখ থেকে আট লাখের কাছাকাছি।

স্কলারশিপ  

বিদেশে পড়ার স্বপ্ন পূরনের একটা মস্ত চাবিকাঠি হল স্কলারশিপ।একটি উপযুক্ত স্কলারশিপ শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত অনেক চিন্তাই লাঘব করে দেয়।তাই শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে কয়েকটি স্কলারশিপের তালিকা দেওয়া হল।

নিউজিল্যান্ডের সরকারি স্কলারশিপ

  • New Zealand Development Scholarships
  • New Zealand Commonwealth Scholarships
  • New Zealand Excellence Awards
  • New Zealand ASEAN Scholar Awards
  • New Zealand International Undergraduate Fees Scholarship
  • New Zealand International Doctoral Research Scholarships (NZIDRS)
  • R.H.T. Bates Postgraduate Scholarship

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্কলারশিপ

  • University of Otago International Research Postgraduate (Masters) Scholarships
  • University of Otago Doctoral Scholarship
  • UC international First-Year Scholarships
  • University of Waikato International Scholarships
  • A. C. Rayner Memorial Scholarship
  • The Eamon Molloy Memorial Scholarship
  • University of Waikato Excellence Scholarship for Asia
  • Wellington Doctoral Submission Scholarship
  • AUT Marsden PhD Scholarship in Statistics
  • University Of Waikato Taught Postgraduate Scholarships

কোর্সের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন

নিউজিল্যান্ডে কোর্স শুরু হয় ফেব্রুয়ারী থেকে জুনের মধ্যে।সেইজন্য ৩১শে অক্টোবারের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীর যোগ্যতার প্রমাণপত্র কিংবা অভিজ্ঞতার সংশাপত্র।তবে এর সাথে সাথে জমা দিতে হয়-

  • অ্যাকাডেমিক ট্রান্সস্ক্রিপ্ট- নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সাথে শিক্ষার্থীর আগের বিদ্যালয়ের পড়াশোনার পদ্ধতি এবং সিলেবাস বর্ননা করা আগের বিদ্যালয় দ্বারা নির্মিত একটি অ্যাকাডেমিক ট্রান্সস্ক্রিপ্ট জমা দেওয়া প্রয়োজন।
  • রেফারেন্স- প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে যদিও রেফারেন্সের প্রয়োজন পড়ে না।কিন্তু তাও যদি রেফারেন্স চায় তার জন্য কোনো প্রফেশনাল শিক্ষকের কাছ থেকে রেফারেন্স লেটার জোগাড় করে রাখা ভালো।
  • পার্সোনাল স্টেটমেন্ট- প্রত্যেক জায়গাতেই আবেদনপত্রের সাথে একটি নিজের লেখা পার্সোনাল স্টেটমেন্ট পাঠাতে হয়।অনেক সময় আবেদন পত্র কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে এই পার্সোনাল স্টেটমেন্টের ওপর।তাই এই অংশটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
  • বৈধ IELTS/TOEFL/PTE স্কোরকার্ড

নিউজিল্যান্ডে পড়ার জন্য সবচেয়ে ভালো কোর্সগুলি কী কী?

  • অ্যানিমেশন
  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিসিন
  • পরিবেশ বিজ্ঞান
  • হসপিটালিটি এবং ট্যুরিজম
  • আইটি এবং কম্পিউটার সায়েন্স
  • কৃষিবিদ্যা
  • ফুড সায়েন্স এবং টেকনোলজি
  • আর্ট এবং ডিজাইন
  • নার্সিং
  • হেলথ কেয়ার
  • বিজনেস স্টাডিস এবং ম্যানেজমেন্ট
  • ফাইনান্স
  • লজিস্টিক
  • স্পোর্টস ম্যানেজমেন্ট

নিউজিল্যান্ডের সব ভালোর মধ্যে একটাই অসুবিধা হলো সেখানকার আবহাওয়া।গরম দেশের নাগরিকের পক্ষে সেখানে গিয়ে ওই দেশের আবহাওয়ার সাথে নিজেকে মিশিয়ে নিতে একটু অসুবিধা হতে পারে।এছাড়া উচ্চশিক্ষার জন্য একেবারে উপযুক্ত দেশ নিউজিল্যান্ড।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।

Leave a Reply