ভারতের সবথেকে ভালো Travel Credit Card -এর সন্ধান!

0
1387
ভারতের সবথেকে ভালো Travel Credit Card -এর সন্ধান!

ভ্রমণকারীদের ভ্রমনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা দিতে সাহায্য করে থাকে Travel Credit Card। আজকের পোস্টে জেনে নিন Travel Credit Card সম্বন্ধে বিস্তারিত তথ্য।

ভ্রমণের অভিজ্ঞতা সবথেকে ভালো করার জন্য ভালো হোটেল বুকিং এবং উপযুক্ত ট্রাভেল প্ল্যানের সাথে প্রয়োজন একটি ভালো Travel Credit Card -এর। Credit Card শুধুমাত্র ভ্রমণকারীর ভ্রমণের অভিজ্ঞতা সহজ করে তোলে না, তার সাথে সাথে কিছু কিছু অসাধারণ Travel Credit Card -এ পাওয়া যায় অবিশ্বাস্য কিছু অফার। পাওয়া যায় বিনামূল্যের লাউঞ্জ অ্যাকসেস, এয়ার মাইল উপার্জনের মতো সুবিধা। এছাড়াও কিছু কিছু এয়ারলাইন এবং ট্রাভেল পার্টনারদের সাথে কয়েকটি Travel Credit Card কো-ব্র্যান্ডেড হয়ে থাকে ফলে সেইখান থেকেও পাওয়া প্রচুর পরিমানের অফার। তবে তার জন্য বেঁছে নিতে হবে উপযুক্ত Travel Credit Card।

যেইসমস্ত ভ্রমণকারী ব্যবসার জন্য কিংবা এমনি ঘোরার জন্য ঘন ঘন ভ্রমণ করে থাকেন তাদের জন্যই একমাত্র এই Travel Credit Card সবথেকে উপযোগীরূপে গণ্য হয়ে থাকে। এমনিতে বিভিন্ন ধরনের Travel Credit Card আছে ক্রেতাদের জন্য। কিন্তু সেই সবগুলো ভালো অফারযুক্ত নয়। তাই আজকে পাঠকের সুবিধার্থে পাঁচটি সবথেকে ভালো ভারতীয় Travel Credit Card -এর সন্ধান দিয়ে দেওয়া হলো আজকের আর্টিকেলে।

ভারতীয় পাঁচটি Travel Credit Card -এর সন্ধান

এই পাঁচটি ভারতীয় Travel Credit Card ভ্রমণকারীদের জন্য সবথেকে উপযুক্ত। ভ্রমণকারী নির্ঝঞ্ঝাট এবং আকর্ষণীয় অফারযুক্ত ভ্রমণ অভিজ্ঞতা করতে পারবেন এই কার্ড গুলির সাহায্যে।

১। American Express Platinum Travel Credit Card

জয়েনিং-এর খরচঃ

৩,৫০০ টাকা

রিনিউয়াল খরচঃ  

৫০০০ টাকা

অফারঃ

  • ব্যবহারকারীরা ১.৯০ লাখ টাকা ব্যয় করলে পেয়ে যাবেন ৬,৩৬০ টাকার ট্রাভেল ভাউচার।
  • ৪ লাখ টাকার ব্যয়ে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ৯,৪৪০ টাকার ট্রাভেল ভাউচার।
  • প্রত্যেক বছরে পেয়ে যাবেন ৪ বারের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ভিজিট।
  • এছাড়াও পাওয়া যাবে ‘তাজ এক্সপিরিয়েন্স গিফট কার্ড’ ১০,০০০ টাকা মূল্যের।

অন্যান্য সুবিধাঃ

  • ওয়েলকাম গিফট স্বরূপ পাওয়া যাবে বোনাস ৫০০০ মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট।
  • আমেরিকান এক্সপ্রেস সিলেক্টস ডাইনিং প্রোগ্রামের আওতায় পেয়ে যাবেন প্রিমিয়াম রেস্তোরাঁয় ২০% ছাড়।
  • ফুয়েল, ইনস্যুরেন্স, ইউটিলিটিস এবং ক্যাশ অ্যাডভান্স ছাড়াও অন্যান্য বিভাগে প্রত্যেকবার ৫০ টাকা খরচ করলে পাওয়া যাবে একটি মেম্বারশিপ পয়েন্ট।
  • ব্যবহারকারী পেয়ে যাবেন দুটি অ্যাড-অন ক্রেডিট কার্ডের সুবিধা কোনো অতিরিক্ত মূল্য ছাড়াই।
  • HPCL ফুয়েল ষ্টেশনে পাওয়া যাবে ফুয়েল কনভিনিয়েন্স ফি ওয়েভার।
  • এছাড়াও পাওয়া যাবে প্ল্যাটিনাম অ্যাসিস্ট সার্ভিস এবং ইমার্জেন্সি কার্ড রিপ্লেসমেন্ট-এর সুবিধা।

২। Axis Bank Vistara Signature Credit Card

জয়েনিং-এর খরচঃ  

৩০০০ টাকা

রিনিউয়াল খরচঃ  

৩০০০ টাকা

অফারঃ

  • ওয়েলকাম গিফট হিসাবে পাওয়া যাবে বিনামূল্যের প্রিমিয়াম ইকোনমি টিকিট।
  • ভারতের কয়েকটি এয়ারপোর্টে বিনামূল্যের লাউঞ্জ অ্যাকসেস।
  • ভিসতারা ক্লাব-এ পাওয়া যাবে বিনামূল্যের সিলভার মেম্বারশিপ।
  • ব্যয়ের মাইলস্টোন পেরোলে পাওয়া যাবে বিনামূল্যে তিনটি প্রিমিয়াম ইকোনমি ক্লাস টিকিট।

অন্যান্য সুবিধাঃ

  • কার্ডে প্রত্যেক ২০০ টাকা খরচে পেয়ে যান ৪টি ক্লাব ভিসতারা পয়েন্ট।
  • ব্যবহারকারী পেয়ে যাবেন ২.৫ কোটি টাকার বিমান দূর্ঘটনার ইনস্যুরেন্স এবং ১ লাখ টাকার পার্চেস প্রোটেকশন কভার।
  • ব্যয়ের প্রত্যেকটি মাইলস্টোন পেরোলে পাওয়া যাবে বোনাস সিভি পয়েন্ট।
  • ১০০% ক্রেডিট লিমিট-এ পাওয়া যাবে লস্ট কার্ড লায়াবিলিটির সুবিধা।
  • ফ্লাইট বুক করলে এবং অন্যন্য কার্ডের আপগ্রেডে পাওয়া যাবে আকর্ষণীয় অফার।

৩। Air India SBI Signature Credit card

জয়েনিং-এর খরচঃ  

৪,৯৯৯ টাকা

রিনিউয়াল খরচঃ  

৪,৯৯৯ টাকা

অফারঃ  

  • বিনামূল্যের প্রাওরিটি পাস মেম্বারশিপ।
  • ব্যবহারকারী পেয়ে যাবেন Air India Frequent Flyer Program– Flying Returns -এর বিনামূল্যের মেম্বারশিপ।
  • এয়ার ইন্ডিয়ার টিকিটি বুকিং-এ প্রত্যেক ১০০ টাকা খরচে পেয়ে যাবেন ৩০টি রিওয়ার্ড পয়েন্ট।
  • প্রত্যেক বছরে ব্যবহারকারী পাবেন ৮টি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ভিজিট-এর সুযোগ।

অন্যান্য সুবিধাঃ

  • ব্যবহারকারী পেয়ে যাবেন ১ লাখ টাকার লস্ট কার্ড লায়াবিলিটি কভার আপ।
  • ব্যবহারকারী এয়ার ইন্ডিয়া টিকিট বুকিং-এ পেয়ে যাবেন অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট এবং সুপারসেভার বুকলেট পার্চেস।
  • প্রত্যেক ১০০ টাকা খরচে পাওয়া যাবে ৪টি করে রিওয়ার্ড পয়েন্ট।

৪। Standard Chartered Emirates World Credit Card 

জয়েনিং-এর খরচঃ

৬০০০ টাকা

বার্ষিক খরচঃ

৩০০০ টাকা

অফারঃ

  • আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাকসেস -এর জন্য ব্যবহারকারী পেয়ে যাবে বিনামূল্যের প্রাওরিটি পাস মেম্বারশিপ।
  • ডিউটি-ফ্রি শপিং-এ পাওয়া যাবে ৫%-এর ক্যাশব্যাক।
  • প্রত্যেক ১৫০ টাকা খরচে পাওয়া যাবে ৬টি স্কাইওয়ার্ড মাইল।
  • মাস্টারকার্ড-এর মাধ্যমে প্রত্যেক বছরে পাওয়া যাবে ২৫টি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেসের সুযোগ।

অন্যান্য সুবিধাঃ

  • ব্যবহারকারী ২০০০ টাকা পর্যন্ত স্পর্ষহীন কেনাকাটি করতে পারবেন।
  • বিনামূল্যে পাওয়া যাবে ১ কোটি টাকা ওভারসি এয়ার অ্যাক্সিডেন্ট কভার।
  • ব্যবহারকারী পাবেন একটি বছরে তিনটি গলফ গেমের সুযোগ এবং সাথে থাকবে একমাসের একটি বিনামূল্যের অনুশীলন।
  • ফ্লাইট দেরী করা কিংবা লাগেজ হারিয়ে যাওয়ার ওপরেও ব্যবহারকারী পাবেন ইনস্যুরেন্স-এর সুবিধা।
  • অনেক মূল্যের টিকিটের দাম ব্যবহারকারী সহজে ইএমআই তে পরিবর্তিত করে ইনস্টলমেন্টের মাধ্যমে মূল্যে মেটাতে সক্ষম হবেন।

৫। HDFC Regalia Credit Card

জয়েনিং-এর খরচঃ  

২,৫০০ টাকা

রিনিউয়াল খরচঃ  

২,৫০০ টাকা

অফারঃ

  • ব্যবহারকারী পেয়ে যাবেন বিনামূল্যে ভিসতারা ক্লাবের সিলভার মেম্বারশিপ।
  • ব্যবহারকারী পেয়ে যাবেন বিনামূল্যের প্রাওরিটি পাস মেম্বারশিপ।
  • ভিসতারা এয়ারলাইনস-এর সাথে পাওয়া যাবে অতিরিক্ত ব্যাগেজ অ্যালায়োন্সের সুবিধা।

অন্যান্য সুবিধাঃ  

  • ব্যবহারকারী পেয়ে যাবেন একবছরের বিনামূল্যের জোম্যাটো গোল্ড মেম্বারশিপ
  • ব্যবহারকারী পেয়ে যাবেন ২০০০ টাকা পর্যন্ত কন্টাক্টলেস পেমেন্টের সুবিধা।
  • কার্ডের মাধ্যমে প্রত্যেক ১০০ টাকা খরচে পাওয়া যাবে  ৪টি করে রিওয়ার্ড পয়েন্ট।
  • ভিসা/ মাস্টারকার্ড লাইঞ্জ অ্যাকসেসের আওতায় ব্যবহারকারী বছরে ১২বার পেয়ে যাবেন ডোমেস্টিক লাউঞ্জ অ্যাকসেসের সুযোগ।

আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।

আরও পড়ুনঃ দশটি অত্যাবশকীয় ভ্রমণ অ্যাক্সেসরিসের সন্ধান ভ্রমণপিপাসুদের জন্য

Leave a Reply