৯টি উপায়ে শুরু করুন আপনার ব্যবসায়িক উদ্যোগ!

0
1745
best-profitable-business-ideas

এমন অনেকেই আছেন যারা ব্যবসা করে উপার্জন করতে চান কিন্তু কিছুতেই শুরু করার উপায় মাথায় আসছে না। ফলে ব্যবসা ঠিক মতো শুরুও করতে পারছেন না। ব্যবসায়িক অনুপ্রেরণা কখন কোনদিক থেকে আসবে সেটি বলা মুশকিল। একেকসময় যখন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ভাবাই হয় না তখনই মাথায় এসে যায় অসাধারণ ব্যবসায়িক অনুপ্রেরণা। আবার একেক সময় প্রচন্ড মাথা খাটিয়ে তবেই ব্যবসার জন্য সঠিক উপায় বের করে আনতে হয়।

অনেকে আবার ব্যবসায়িক ধারনা পাওয়ার জন্য ইন্টারনেটের স্মরণাপন্ন হন। তবে ইন্টারনেটে প্রচুর ছড়ানো ছিটানো উপায়ের মাঝে পড়ে কীভাবে কি করবেন সেটাই বুঝে উঠতে পারেন না। তাই ইন্টারনেটে উদ্দেশ্যহীনভাবে উপায় না খুঁজে আসুন সঠিকভাবে গোছানো রাস্তায় দেখে নেওয়া যাক কোন উপায়ে উদ্যোগ নিলে প্রতিষ্ঠা করা যাবে নিজের সফল ব্যবসা।

ব্যবসায়িক উদ্যোগের জন্য লাভজনক প্রোডাক্ট-এর ধারনা পান এই ৯টি জায়গা থেকেঃ

১। নিজের যা আছে সেটি দিয়েই শুরু করুন

নিজের থেকে আসা ব্যবসায়ীক ধারনাকে কখনো ছোটো করে দেখবেন না। ইন্টারনেটে খোঁজার আগে কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রেরণা গ্রহণ করার আগে নিজের মস্তিষ্ককে একটু নেড়েচেড়ে দেখুন। হয়তো দেখবেন অসাধারণ ব্যবসায়িক ধারনা আপনার মাথাতে ইতিমধ্যেই এসে বাসা বেঁধেছে। নিজের মাথায় যেই ধরনেরই আইডিয়া এসে থাকুক না কেন সেটিকেই আরেকটু ভেবেচিন্তে দেখুন। সেই ভাবনাকে আরও উন্নত কীভাবে করা যায় সেই বিষয়ে ভাবতে থাকুন। নিজের থেকে উদ্ভুত অনুপ্রেরণাই সবথেকে ভালো ব্যবসায়িক উদ্যোগ এটি মাথায় রাখতে হবে।

ইন্টারনেটে নিজের ব্যবসায়িক উদ্যোগ শুরু করার আগে কয়েকটি প্রশ্নের উত্তর আগে পরিষ্কার করে নিতে হবে।

  • কোন ধরনের প্রোডাক্টের ব্যবসা আপনি করতে ইচ্ছুক?
  • কোন ধরনের প্রোডাক্ট সম্বন্ধে আপনার বিস্তারিত জ্ঞান আছে?
  • এই ব্যবসা শুরু করার পথে আপনার বাঁধা কি কি?

এই প্রশ্নগুলো একবার আপনার কাছে পরিষ্কার হয়ে গেলেই সেই প্রশ্নের সমাধান সহজেই বেরিয়ে আসবে। আর সমাধান একবার হাতে এসে গেলে আপনার উন্নতি একেবারে নিশ্চিত।

২। স্থানীয় কমিউনিটি থেকে ব্যবসায়িক ধারনা গ্রহণ করুন

অনেক সময় ব্যক্তি ইন্টারনেটে কিংবা অন্যদিকে ব্যবসায়িক উদ্যোগের অনুপ্রেরণা খুঁজতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে চোখের সামনে অসাধারণ সমস্ত ব্যবসায়িক আইডিয়া পড়ে থাকলেও দেখতে পান না। আপনার আশেপাশে স্থানীয় কমিউনিটিতে থাকা কোনো ব্যবসায়ীর সাথেও পার্টনারশিপে শুরু করতে পারেন ব্যবসা।

উদাহরণ স্বরূপ, আপনার স্থানীয় এলাকায় কোনো বিখ্যাত মুদির থাকলে তাদের ব্যবসাকে আপনি ই-কমার্সে পরিবর্তিত করে তাদের ব্যবসা বৃদ্ধি করতে সাহায্য করতে পারেন এবং তা থেকে আপনিও যথেষ্ট উপার্জন করতে পারেন। কিংবা আপনার এলাকায় যদি কোনো ধরনের প্রোডাক্টের ই-কমার্স সহজলভ্য না থাকে তাহলে আপনি নিজেই সেই প্রোডাক্টের ই-কমার্সে ব্যবসা শুরু করে দিতে পারেন।

অতএব ব্যবসায়িক দিক থেকে অনুপ্রেরণা পেতে হলে নিজের স্থানীয় এলাকার ব্যবসা সম্বন্ধেও চোখকান খোলা রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রও আপনাকে সাহায্য করতে পারে।

৩। অনলাইন কন্সিউমার ট্রেন্ড পাব্লিকেশন

কিছু বিখ্যাত কন্সিউমার প্রোডাক্ট ট্রেন্ড পাব্লিকেশন থেকে পেতে পারেন আপনার ব্যবসায়িক উদ্যোগের জন্য অসাধারণ অনুপ্রেরণা। ট্রেন্ড পাব্লিকেশ অনুসরণ করলে বর্তমান যুগের ব্যবসায়িক গতিবিধি সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। অন্যান্য ব্যবসায়িক উদ্যোক্তারা কোন ধরনের নতুন প্রোডাক্টের ব্যবসা নিয়ে আসছেন কিংবা মার্কেটে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা ক্রেতাদের মধ্যে বেশী ইত্যাদি সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যায় ট্রেন্ড পাব্লিকেশন অনুসরনের মাধ্যমে। মার্কেটে কোন প্রোডাক্টের চাহিদা কতটা বেশী এই সম্বন্ধে সম্পূর্ণ ধারণা থাকলে নিজের ব্যবসা নিয়ে নতুন নতুন চিন্তাধারা মাথায় আসে সহজে।

ইন্টারনেটে কয়েকটি বিখ্যাত ট্রেন্ড পাব্লিকেশন আছে যেইগুলো অনুসরণ করলে সহজেই বর্তমান যুগের ব্যবসা সম্বন্ধে সম্যক ধারনা লাভ করা সম্ভব।

অনলাইন ট্রেন্ড পাব্লিকেশনগুলো হলো-

  • ট্রেন্ডওয়াচিং
  • ট্রেন্ড হান্টার
  • PSFK

৪। ইন্ডাস্ট্রি লিডার

আপনি কোন ধরনের ব্যবসা করবেন সেই সম্বন্ধে যদি আপনার পরিষ্কার ধারনা থেকে থাকে তাহলে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে সেই সমস্ত ব্যবসায়িক ইন্ডাস্ট্রির ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করতে পারবেন। আপনার ব্যবসার সঙ্গে যুক্ত বিখ্যাত ইনফ্লুয়ান্সদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করলে ওই ব্যবসা সংক্রান্ত নতুন নতুন ধারণা লাভ করা সহজ হবে। আপনার কাছে আপনার ব্যবসার প্রোডাক্ট সম্পর্কিত ধারনা কিংবা আইডিয়া সহজেই আসতে থাকবে ক্রমাগত। এইবারে তার সাথে নিজের উদ্ভাবনশীলতাকে কাজে লাগিয়ে সহজেই শুরু করা যেতে পারে নিজের ব্যবসায়িক উদ্যোগ।

একটি নির্দিষ্ট ব্যবসায়িক বিষয়ে কোন কোন বিখ্যাত ইনফ্লুয়েন্সার আছে তা সহজেই বের করা যায় কয়েকটি অনলাইন টুলের মাধ্যমে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় দুটি হলো-

  • ফলোয়ারওয়াঙ্ক
  • অলটপ

৫। প্রোডাক এবং ট্রেন্ড আবিষ্কার করার সাইট

কোনো প্রোডাক্ট আইডিয়া কিংবা ব্যবসায়িক অনুপ্রেরনা খুঁজে বের করার জন্য আরেকটি উপযোগী উৎস হতে পারে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ এবং ডিসকভারি সাইট। জনপ্রিয় প্রোডাক্ট রিভিউ এবং ডিসকভারি সাইট আনক্রেট এবং আহালাইফ থেকে এরকম অনেক ধরনের ব্যবসায়িক ধারনা লাভ করা যায়। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে রোজই কিছুনা কিছু নিত্যনতুন প্রোডাক্টের আইডিয়া পাওয়া যায়। সেই আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের ব্যবসাকে আরও উন্নত করে তোলা সহজেই সম্ভব হয়।

পাঠকের সাহায্যার্থে কয়েকটি ওয়েবসাইটের সন্ধান দিয়ে দেওয়া হলোঃ

  • আনক্রেট
  • আহালাইফ
  • ব্লেস দিস স্টাফ
  • কুল মেটেরিয়াল
  • গিয়ারমুস
  • উইয়ার্ড
  • হাইকন্সাপশন
  • ফায়ারবক্স

বড়ো বড়ো ওয়েবসাইট শুধুমাত্র অনুসরণ না করে ছোটো ছোটো রিভিউ সাইটগুলোও অনুসরণ করা উচিত। এই ছোটো রিভিউ সাইটগুলোতেও অসাধারণ সমস্ত ব্যবসায়িক অনুপ্রেরণা পাওয়া যেতে পারে।

৬। সোশ্যাল কিউরেশন সাইট

ইন্টারনেটে এছাড়াও আছে বিভিন্ন ধরনের ইমেজ কিউরেশন সাইট। এই সমস্ত সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো পলিভোর। ব্যবসার জন্য প্রোডাক্ট আইডিয়া পাওয়ার ক্ষেত্রে এই সাইটগুলো ভীষনভাবে উপকারি। এই সাইটগুলোর বিভিন্ন ছবিতে থাকে অভিনব বিভিন্ন সমস্ত ব্যবসায়ীক প্রোডাক্টের আইডিয়া। যেই সমস্ত প্রোডাক্ট বর্তমান মার্কেটে ট্রেন্ডে আছে তারও সন্ধান পাওয়া যায় এই সমস্ত সাইট থেকে। এইসব সাইটে থাকে কিছু বিল্ট ইন সোশ্যাল সিগনালস তার মাধ্যমে কোন প্রোডাক্টের মার্কেটে চাহিদা কতটা সেই বিষয়েও পরিষ্কার ধারনা পাওয়া যায়।

এইধরনের প্রচুর জনপ্রিয় সোশ্যাল কিউরেশন সাইট আছে ইন্টারনেটে যার মাধ্যমে নিত্যনতুন ব্যবসায়িক আইডিয়া সহজেই পাওয়া যায়ঃ

  • ফ্যান্সি
  • ওয়ানেলো
  • উইশলিস্টার

৭। B2B হোলসেল মার্কেটপ্লেস

ব্যবসায়িক উদ্যোগের জন্য অনুপ্রেরণা পেতে চান তাহলে একেবারে উৎস থেকে খোঁজা শুরু করুন। এই অপশন বর্তমানে ই-কমার্সের ব্যবসায়ীক উদ্যোক্তাদের মধ্যে বিশেষ জনপ্রিয়। হোলসেল এবং ম্যানুফ্যাকচারার সোর্সিং সাইটগুলো ব্যবসায়ীর সামনে হাজারও প্রোডাক্টের আইডিয়ার তালিকা তুলে ধরে। এই প্রোডাক্টের আইডিয়ার প্রবাহ এত বেশী মাত্রায় এখান থেকে আসতে থাকে যে ব্যবসায়ীরা সহজেই দ্বিধাদ্বন্ধে পড়ে যান। তাই ধীরে ধীরে বিবেচনা করে তারপরেই বেঁছে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।

কয়েকটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেসের সন্ধান হলো-

  • আলিবাবা
  • ওবেরলো
  • ট্রেডকী
  • গ্লোবালসোর্সেস
  • মেড-ইন-চায়না
  • হোলসেল সেন্ট্রাল

৮। অনলাইন কন্সিউমার মার্কেটপ্লেস

ব্যবসার জন্য প্রোডাক্ট আইডিয়া লাভ করার আরেকটি অসাধারণ উৎস হলো অনলাইন কন্সিউমার মার্কেট। এইখানে আছে লক্ষাধিক প্রোডাক্ট আইডিয়া। এখান থেকে জনপ্রিয় এবং ট্রেন্ডিং প্রোডাক্ট সার্চ করে দেখাও সহজ। ট্রেন্ডিং প্রোডাক্টগুলোর মধ্যে যেটি আপনার পছন্দ হবে সেটি নিয়ে নিজের মতো করে শুরু করে দিন ব্যবসা।

কয়েকটি অনলাইন কন্সিউমার মার্কেটপ্লেস হলোঃ

  • ইবে
  • অ্যামাজন
  • কিকস্টার্টার
  • ইটসি
  • আলিএক্সপ্রেস
  • জেট

৯। সোশ্যাল ফোরাম কমিউনিটি

ইন্টারনেটে আছে অগুনতি কিছু সোশ্যাল ফোরাম কমিউনিটি, যারা প্রতিনিয়তই ট্রেন্ডিং এবং জনপ্রিয় ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করে থাকে। এই ধরনের সোশ্যাল ফোরাম কমিউনিটিকে অনুসরণ করেও বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া পাওয়া সম্ভব।

কয়েকটি সোশ্যাল ফোরাম কমিউনিটি হলোঃ

  • রেডইট
  • বাই ইট ফর লাইফ
  • শাট আপ অ্যান্ড টেক মাই মানি

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।

আরও পড়ুনঃ তিন বাঙালীর ইচ্ছেপূরনের গল্প!

Leave a Reply