স্বনির্ভর ব্যবসায়ীদের জন্য পাঁচটি জনপ্রিয় ক্রেডিট কার্ডের সন্ধান!

0
514

ক্রেডিট কার্ড এখন প্রত্যেকটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।ক্রেডিট কার্ডের আবার নানারকমের বিভাগ আছে।বেতনভুক্ত মানুষদের জন্য আলাদা রকমের ক্রেডিট কার্ড এবং স্বনির্ভর ব্যক্তিদের জন্য আবার অন্যরকমের ক্রেডিট কার্ড বর্তমান।যারা স্বনির্ভর অর্থাৎ নিজের প্রতিষ্ঠিত ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করছেন তাদের ক্রেডিট কার্ড-এর সুযোগ সুবিধা একটু বেশী থাকে এবং তাদের ক্রেডিট কার্ডে তাদের ব্যবসা বাড়ানোর উপযোগী কিছু ফিচার থাকে।

তাই আজকের পোস্টে স্বনির্ভর ব্যক্তিদের জন্য কোন ক্রেডিট কার্ড উপযুক্ত হবে এবং তার থেকে কী কী সুবিধা মিলবে সেই বিষয়ে আলোচনা করবো।

ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার প্রক্রিয়া

স্বনির্ভর ব্যক্তিদের ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া ভীষন সোজা।আপনার বিশ্বাসযোগ্য ব্যাঙ্ক কিংবা বিশ্বাসযোগ্য ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে হবে।আপনাকে যোগ্যতা প্রমাণের জন্য কিছু তথ্য জমা দিতে হতে পারে।আবেদন মঞ্জুর হয়ে গেলেই ক্রেডিট কার্ড চলে আসবে আপনার হাতে।

তবে ক্রেডিট কার্ড নেওয়ার আগে অবশ্যই তার ফিচারস,কার্ডের সুযোগ-সুবিধা, বিধিনিষেধ সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া উচিত।

যোগ্যতা

স্বনির্ভর ব্যক্তিদের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিছু সাধারণ যোগ্যতা থাকা প্রয়োজন।

  • ক্রেডিট স্কোর- ক্রেডিট কার্ড-এর আবেদন মঞ্জুর করার আগে ব্যাঙ্ক আবেদনকারীর ক্রেডিট স্কোর দেখে নেবে।আবেদনকারীর ক্রেডিট স্কোর ৭৫০ কিংবা তার থেকে বেশী থাকলে একমাত্র মঞ্জুর হবে তার আবেদন।
  • উপার্জন- ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর হওয়ার আগে ব্যাঙ্ক আবেদনকারীর উপার্জনের পরিমানও যাচাই করে নেবে।ক্রেডিট কার্ড মঞ্জুর হওয়ার জন্য অন্তত ২৫,০০০টাকা উপার্জন থাকা দরকার।
  • ক্রেডিট ব্যবহারের হার- ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুরের জন্য পরবর্তী যাচাই করার বিষয় হলো ক্রেডিট ব্যবহারের হার বিচার করা।এই হার কম থাকলে দ্রুত ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর হওয়ার আশা থাকে।
  • রিপেমেন্ট রেকর্ড- ব্যাঙ্ক আবেদনকারীর রিপেমেন্ট রেকর্ডও যাচাই করতে পারে।এই জন্য আবেদনকারীকে একটি ভালো রিপেমেন্ট রেকর্ড বজায় রাখা দরকার।
  • বয়স- ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২১ বছর হওয়া প্রয়োজন।

ক্রেডিটকার্ডের আবেদন-এর জন্য প্রয়োজনীয় তথ্য

স্বনির্ভর ব্যক্তিদের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হলে কিছু তথ্য জমা দেওয়ার প্রয়োজন পড়ে।সেইগুলি হল-

  • ঠিকানার প্রমানপত্র-ল্যান্ডলাইন বিল, টেলিফোন বিল অথবা পাসপোর্ট
  • প্যানকার্ড
  • আইডি এবং ব্যবসার প্রমানপত্র
  • উপার্জনের প্রমানপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • রঙীন ছবি
  • বয়সের প্রমাণপত্র

স্বনির্ভর ব্যক্তিদের জন্য উপযুক্ত পাঁচটি ক্রেডিটকার্ড

১।HDFC বিজনেস রিগালিয়া ক্রেডিট কার্ড (HDFC business regalia credit card)

স্বনির্ভর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত ক্রেডিট কার্ড হলো এই ক্রেডিট কার্ড।এই কার্ডের কিছু সুযোগ সুবিধা এবং ফিচারগুলি হলো-

  • ৫% ক্যাশব্যাক কী বিজনেস ট্রান্সস্যাকশন টেলিকম, ইলেকট্রিসিটি, হোটেল, ডাইনিং এবং ট্যাক্সির ওপরে।
  • প্রত্যেক ১৫০ টাকার খরচের ওপর ৪ রিওয়ার্ড পয়েন্ট।
  • আন্তর্জাতিক অর্থ বিনিময়ের ওপর ২%-এর ফরেন কারেন্সি মার্ক আপ ফি
  • ট্রাভেল কনসার্জ সার্ভিস
  • বিনামূল্যে দূর্ঘটনায় মৃত্যুর বীমা।
  • বার্ষিক খরচের সীমা পেরোনোর জন্য অতিরিক্র রিওয়ার্ড পাওয়া যায়।

বার্ষিক খরচ- ২৫০০০ টাকা + GST

২।ICICI ব্যাঙ্ক বিজনেস এসেনশিয়াল কার্ড

স্বনির্ভর ব্যবসায়ী ব্যক্তিদের জন্য দ্বিতীয় উপযুক্ত ক্রেডিট কার্ড হলো এটি।আমেরিকান এক্সপ্রেস-এর অ্যাসোসিয়েশনের সাথে এই কার্ডটিকে ইস্যু করা হয়।এই কার্ডের সুযোগ-সুবিধা এবং ফিচারগুলি হল-

  • জয়েনিং বোনাস হিসাবে পাওয়া যাবে ১৫০০ পেব্যাক পয়েন্ট
  • ডাইনিং, কার রেন্টাল , এয়ারলাইন ইত্যাদির খরচের ওপর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।
  • পেব্যাক পয়েন্টকে এয়ার মাইলে রুপান্তর করার সুবিধা পাওয়া যাবে।
  • ডাইনিং বিলের ওপর পাওয়া যাবে ১৫%-এর ছাড়।
  • এছাড়াও পাওয়া যাবে কিছু কিছু আমেরিকান এক্সপ্রেস-এর সুবিধা।

বার্ষিক খরচ- ১০০০টাকা + GST

৩।SBI প্ল্যাটিনাম কর্পোরেট ক্রেডিট কার্ড (SBI platinum credit card)

এই ক্রেডিট কার্ড একটি বিশ্বব্যাপী গৃহীত বহু সুযোগ সুবিধা সহ একটি স্মার্ট ক্রেডিট কার্ড।এই কার্ডটি ব্যবহারের মাধ্যমে অনেক সুযোগসুবিধা পাওয়া যায়।

  • এটি একটি বিশ্বব্যাপী গৃহীত ক্রেডিট কার্ড।
  • এটির আছে খরচ ব্যবস্থাপনার টুল যার মাধ্যমে এটি খরচের পরিমাপ রাখতে সক্ষম।
  • মাল্টিলেয়ার স্পেন্ড কন্ট্রোল ফেসিলিটি।
  • ফ্রড সম্বন্ধিত ইনস্যুরেন্স কভারেজ পাওয়া যাবে দুই লাখ টাকার।
  • ঘুরতে যাওয়ার টিকিটের ওপর পাওয়া যাবে ডিসকাউন্ট অফার।

বার্ষিক খরচ- শূন্য

৪।অ্যাক্সিস ব্যাঙ্ক মাই বিজনেস ক্রেডিট কার্ড (Axis Bank My Business Credit Card)

এই ক্রেডিট কার্ডটিও স্বনির্ভর ব্যবসায়ীদের জন্য উপযুক্ত একটি ক্রেডিট কার্ড।এই ক্রেডিট কার্ডের ফিচারগুলি হলো-

  • পাওয়া যাবে আকর্ষনীয় ব্যবসায়ী সেভিং প্ল্যান
  • ফুয়েল সার্চার্জ ওয়েভার
  • বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ-এর সুবিধা
  • ক্যাশ অ্যাডভান্স ফেসিলিটি
  • ইউটিলি বিল পেমেন্ট অটোমেটিক্যালি

বার্ষিক খরচ- ৪৯৯ টাকা + GST

৫।সিটিব্যাঙ্ক কর্পোরেট ক্রেডিট কার্ড (Citibank Corporate Credit Card)

এই ক্রেডিট কার্ড-এও পাওয়া যায় স্বনির্ভর ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা।এই কার্ডের ফিচার এবং সু্যোগ সুবিধা গুলি হল-

  • খরচ সামলানোর জন্য আছে অনলাইন টুল
  • ব্যবসায়ী প্রোডাক্ট ও সার্ভিসের ওপর পাওয়া যাবে এক্সক্লুসিভ অফার
  • ট্রাভেলের জন্য অ্যাডভান্স ফরেন এক্সচেঞ্জের সুবিধা পাওয়া যাবে
  • ডাইনিং বিলের ওপর পাওয়া যাবে ১৫%-এর ছাড়
  • প্রত্যেক কেনাকাটায় পাওয়া যাবে কিছু রিওয়ার্ড পয়েন্ট
  • ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার

এই পাঁচটি ক্রেডিট কার্ড যেমন বড়ো ব্যবসায়ীদের সাহায্য করবে সেইরকমই ছোটো ব্যবসায়ীদের কাজেও সমানভাবে লাগে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।

Leave a Reply