ওয়াশিং মেশিন কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?জেনে নিন।

0
1506

ওয়াশিং মেশিন এখন প্রত্যেক গৃহস্থালির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।তবে নিজের ঘরের জন্য কোন ওয়াশিং মেশিন হবে সঠিক এটা নির্বাচন করা সত্যিই ভীষন ভাবনার বিষয়।একটি ওয়াশিং মেশিন কেনার পূর্বে কিছু বিষয় সম্বন্ধে মাথা ঘামানো অবশ্যই প্রয়োজন।

ওয়াশিং মেশিনের মধ্যে প্রভেদ একমাত্র ফিচারের দিক থেকে হয়।এছাড়াও কিছু ওয়াশিং মেশিনে থাকে কুইক ওয়াশ, চাইল্ড লক, তাপমান নিয়ন্ত্রনের মতো আধুনিক ফিচারস যা সেই ওয়াশিং মেশিনকে অন্যান্যদের থেকে আলাদা ও আধুনিক করে তোলে।

কিছু কিছু বিষয় আছে যার ওপর বিচার করে নির্বাচন করতে হয় নিজের জন্য যোগ্য ওয়াশিং মেশিন।বিষয়গুলো হলঃ

  • ওয়াশিং মেশিন লোডিংটাইপ- ওয়াশিং মেশিনের লোডিং টাইপ দুই ধরনের হয়।কোনো কোনো ওয়াশিং মেশিনে ওপর দিয়ে কাপর-জামা ঢোকাতে হয় কারোর কারোর আবার থাকে ওয়াশিং মেশিনের সামনে কাপড়-জামা ঢোকানোর জায়গা।এই দুটো ধরনকে বলে যথাক্রমে টপ লোড ওয়াশিং মেশিন এবং ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন।
  • ওয়াশিং মেশিন ফাঙ্কশন টাইপ- ওয়াশিং মেশিন এই ক্ষেত্রেও হয় দুই ধরনের একটি হল সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন এবং আরেকটি হলো ফুল-অটোমেটিক ওয়াশিংমেশিন।নিজের পচ্ছন্দ মতো নির্বাচন করার দায়িত্ব ক্রেতার।
  • ক্যাপাসিটি- ওয়াশিং মেশিন কতটা জামা-কাপড় একবারে কাঁচতে পারবে তা নির্ভর করে তার ধারণক্ষমতার ওপর।বাজারে বড়ো ধারণক্ষমতা সম্পন্ন এবং ছোট ধারণক্ষমতা সম্পন্ন দুই রকমেরই ওয়াশিং মেশিন পাওয়া যায়।পরিবার কতো বড়ো তার ওপর নির্ভর করে নির্বাচন করতে হয় ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি।

এছাড়াও যেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত

উপরের উল্লেখ করা বিষয়গুলো ছাড়াও ওয়াশিং মেশিন কেনার সময় আরও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।

  • ভেতরের ড্রামটির মান- ওয়াশিং মেশিনের ভেতর কাপড়-জামা কাঁচার জন্য যেই ড্রামটি ব্যবহৃত হচ্ছে সেটি কোন উপাদান দিয়ে তৈরী ওয়াশিং মেশিন কেনার সময় তা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।সাধারণত ভেতরের এই ড্রামটি স্টেনলেস স্টিল, পোর্সেলিন এনামেল এবং প্লাস্টিক টাব দিয়ে তৈরী হয়। 
  • ওয়াশ সেটিং- কোন জামাকাপড় কতটা জলে কাঁচা হবে কিংবা কতক্ষন ধরে কাঁচা হবে সেই সব নির্বাচন করার জন্য ওয়াশিং মেশিনে এই ফিচারের উপস্থিতি জরুরি।
  • স্পিন সাইকেল- কাঁচার পর জামা কাপড় শুকোতে ওয়াশিং মেশিনের এই ফিচারটি ব্যবহৃত হয়।স্পিনিং রেভোলিউশন যত বেশী হয় কাপড়-জামা তত ভালো ভাবে শুকিয়ে যায়।তাই ওয়াশিং মেশিন কেনার সময় এই ফিচারটিও যাচাই করে নেওয়া জরুরি।
  • ফাজি লজিক- এই ফিচার ওয়াশিং মেশিনের ভেতরের জামা-কাপড়ের মান নিজে থেকেই বুঝে তার জন্য যোগ্য সেটিং ঠিক করে নেয়।ওয়াশিং মেশিনের এই ফিচার জামা-কাপড় কাঁচার ঝঞ্ঝাট অনেকাংশে কমিয়ে দেয়।
  • টেম্পারেচর কন্ট্রোল- সবরকম জামাকাপড় একই রকম তাপমাত্রায় কাঁচা যায় না।তাই সবরকম জামাকাপড় বিভিন্ন তাপমাত্রায় কাঁচার জন্য এই ফিচার ওয়াশিং মেশিনে থাকা অত্যন্ত জরুরি।
  • টাইম ডিলে- একটি ব্যাচ জামা-কাপড় কাঁচার পর আরেক ব্যাচ দেওয়ার আগে এই ফিচারটি ভিষন কাজে আসে।এছাড়াও কাঁচার আগে জামা-কাপড় জলে ভিজিয়ে রাখার জন্যও এই ফিচারটি গুরুত্বপূর্ণ।

সবশেষে বলা যায় টপ লোডিং ওয়াশিং মেশিন ব্যবহার করতে বেশী সুবিধা জনক এবং ফ্রন্ট লোডিং মেশিনের থেকে এটি কম খরচসাপেক্ষ।তবে ফ্রন্ট লোডিং মেশিনও সমান দক্ষতা সম্পন্ন ও এর কার্যক্ষমতাও বিশেষ প্রশংসনীয়।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply