নিজের বাড়ির জন্য উপযুক্ত টিভি কিনতে কোন কোন বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া উচিত?আসুন দেখে নেওয়া যাক!

0
656

একটি নতুন টিভি কেনা যেমন একটি উৎসাহজনক ব্যাপার সেইরকমই একটি বিভ্রান্তিজনক বিষয়ও বটে।অনেকেই বড়সড় স্ক্রিনযুক্ত, উজ্জ্বলরঙের ডিসপ্লে যুক্ত স্লিক ডিজাইনের টিভি পছন্দ করলেও টিভি কেনার সময়ে ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশনের দিকেও নজর রাখা উচিত।তবে স্পেসিফিকেশনের ব্যাপারেও 4K, HDR, OLED এবং QLED এই বিষয়গুলোও ক্রেতাদের ফেলে দেয় দ্বন্দ্বে।আর এই সবের মধ্যে পরে বাজেট ফ্রেন্ডলি অসাধারণ ফিচারসহ টিভিটাই থেকে যায় অধরা হয়ে।

টিভি কেনার এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আজ আলোচনা করা যাক কিভাবে কেনা যায় একটি উপযুক্ত টিভি।নিজের বাড়ির জন্য একটি পছন্দমতো উপযুক্ত টিভি কেনার সময়ে কী কী বিষয় মাথায় রাখা উচিত এখন দেখে নেওয়া যাক।

স্ক্রিন সাইজ

টিভি কেনার আগে এবং কত বড়ো টিভি কিনবেন তা ঠিক করার আগে টিভি কোন জায়গায় রাখবেন সেটা নির্বাচন করা আগে দরকার।টিভি দেখার সময় চোখের আরাম-এর ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত।টিভির সাইজের ওপরেই নির্ভর করে চোখে কতটা চাপ পড়বে তার ওপর।যেমন ছোটো ঘরে বড়ো টিভি রাখলে যেমন চোখের ওপর ভীষণ চাপ পড়বে সেইরকমই বিশাল বড়ো ঘরে একটি ছোটো ছোটো সাইজের টিভি রাখলেও সেটি ভীষণ অসুবিধার সৃষ্টি করবে।

এই জন্যই কেনার সময় টিভির স্থান অনুযায়ী তার সাইজ নির্বাচন করা উচিত।

স্ক্রিনের প্রকার

বর্তমান বাজারে প্লাসমা টিভির চাহিদা প্রায় নেই বললেই চলে।তবে বাজেটের মধ্যে পাওয়া যায় বলে LCD টিভির চল এখনো কিছুটা হলেও আছে।কিন্তু উন্নতমানের ছবি দেখার অভিজ্ঞতার জন্য একটু বেশী দামী হলেও সবচেয়ে ভালো স্ক্রিনের প্রকারগুলো হল LED, OLED এবং QLED টিভি।

মোট কথা নিজের টিভি কোন স্ক্রিনের হবে সেটা নির্বাচন করার জন্য স্ক্রিনের ওপর অন্য আলো কতটা প্রভাব ফেলছে, স্ক্রিনের ঔজ্জ্বল্য কতটা, তার কন্ট্রাস্ট রেশিও এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা উচিত।

স্ক্রিন রেজোলিউশন

টিভির স্ক্রিন রেজোলিউশন বোঝাতে 4K UHD, HD  এবং Full HD এই শব্দগুলো ব্যবহার করা হয়।স্ক্রিনের রেজোলিউশন যত বেশি হবে টিভির ছবি তত বেশি তীক্ষ্ণ ও প্রাণবন্ত হবে।কোনো টিভিতে যদি ১৯২০ পিক্সেল লম্বালম্বি থাকে এবং ১০৮০ পিক্সেল আড়াআড়ি থাকে তবে তার রেজোলিউশন হবে ১৯২০X ১০৮০। টিভির রেজোলিউশন যদি কম থাকে তবে স্ক্রিনের ছবি আবছা ও ভাঙ্গা ভাঙ্গা আসবে।টিভির রেজোলিউশন যত ভালো হবে তত ভালো হবে টিভি দেখার অভিজ্ঞতা।

  • 4K UHDএই স্ক্রিনের টিভিতে রেজোলিউশন থাকে ৩৮৪০ X ২১৬০ পিক্সেল।এটি সবচেয়ে ভালো রেজোলিউশন একটি টিভির জন্য।
  • HD এই টিভির সেটের রেজোলিউশন থাকে ১২৮০X৭২০ পিক্সেল।বাজেট টিভি কেনার জন্য এই রেজোলিউশন একেবারে উপযুক্ত।
  • Full HD – এই স্ক্রিনে রেজোলিউশন থাকে ১৯২০X১০৮০ পিক্সেল।হাই রেজোলিউশনের এই স্ক্রিনের টিভিও HD-র থেকে একটু বেশী দামী হলেও দেয় উন্নতমানের দেখার অভিজ্ঞতা।

রিফ্রেশ রেট

একটি উপযুক্ত টিভি কেনার পরবর্তী ধাপ হলো একটি টিভির রিফ্রেশ রেট যাচাই করে নেওয়া।রিফ্রেশ রেট দেখায় একটি টিভি এক সেকেন্ডে স্ক্রিনের ছবিকে কতবার রিফ্রেশ করছে।একটি টিভির রিফ্রেশ রেট যত বেশি হবে তার ভিউইং কোয়ালিটিও তত উন্নতমানের হবে।রিফ্রেশ রেট যত বেশি হবে টিভির ছবি ঝাপসা হওয়া তত কম হবে।

HDMI এবং অন্যান্য কানেকশন

টিভি কেনার সময়ে টিভিতে HDMI কানেক্টরের উপস্থিতি আছে কিনা সেই বিষয়ে নজর রাখা অবশ্য প্রয়োজন।এছাড়াও অন্যান্য ইউএসবি পোর্টগুলিও দেখে নেওয়া জরুরি।টিভিতে অন্য ডিভাইস কানেক্ট করে কিছু দেখার জন্য, গান শোনার জন্য এবং গেম খেলার জন্য এই পোর্টসগুলি থাকা জরুরি।

স্মার্ট টিভি

এখন বাজারে সবচেয়ে চাহিদাজনক টিভি হল স্মার্ট টিভি।স্মার্ট টিভির নিজস্ব ওএস থাকে এই টিভিকে সহজেই ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়।স্মার্ট টিভিতে পাওয়া যায় কম্পিউটারের মতো ফিচারস এই টিভিতে সহজেই ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে লাইভ ভিডিও স্ট্রিমিং করা সম্ভব হয়।

সাউন্ড কোয়ালিটি

টিভি কেনার সময় উন্নত মানের স্ক্রিনের সাথে সাথে টিভির সাউন্ড কোয়ালিটির দিকেও নজর রাখা জরুরি।উন্নতমানে ভিস্যুয়ালের সাথে যদি মানানসই সাউন্ড না থাকে তাহলে টিভি দেখার মজাই নষ্ট হয়ে যায়।তবে এই ক্ষেত্রেও টিভির সাউন্ড কতটা জোড়ালো হওয়া উচিত তা নির্ভর করে ঘরের সাইজের উপরে।

ঘরের জন্য উপযুক্ত টিভি কেনার সময় অবশ্যই তার উপযুক্ত মূল্য যাচাই করে কেনা দরকার।দামী টিভি হোক কিংবা বাজেট-এর মধ্যেকার টিভি হোক সঠিক টিভির জন্য উপযুক্ত মূল্য খরচ করাই কাম্য।তাই টিভি কিনতে যাওয়ার আগে অবশ্যই বাজার মূল্যের বিষয়টিও দেখেশুনে নেওয়া জরুরি।

এবার তাহলে টিভি কেনার বিষয়ে চিন্তা হোক দূর।এই বিষয়গুলো মাথায় রেখে বাড়িতে নিয়ে আসুন আপনার মনের মতো টিভি যা ঘরের শোভা বাড়ানোর সাথে সাথে আপনাকে দেবে অসাধারন টিভি দেখার অভিজ্ঞতা।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন আপনার সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply