অনলাইনে কোর্স করানোর মাধ্যমে উপার্জনের উপায় কী?জেনে নিন বিস্তারিত!

0
497
top ten ways to sell your online courses in bengali

অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষাদান আধুনিক যুগের অনেক উপার্জন ক্ষেত্রের মধ্যে একটি।বর্তমান পরিস্থিতিতে যেহেতু শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে শিক্ষা অর্জন করতে পারছে না তাই তাঁরা ঝুঁকছে এইসমস্ত অনলাইন কোর্সের দিকে।অতএব যাদের কিছু বিশেষ প্রতিভা আছে তাদের কাছে এটি উপার্জন করার একটি বড়ো সুযোগ।কিন্তু অনেকে চাইলেও সঠিকভাবে অনলাইন কোর্স চালু করে সেখান থেকে উপার্জন করতে পারেন না, কারণ তাদের সঠিক উপায়ে এই অনলাইন কোর্স সংগঠন করার উপায় জানা থাকে না।সঠিকভাবে অনলাইন কোর্স সংগঠিত করতে পারলে যথেষ্ট উপার্জন করা সম্ভব।

আজকের পোস্টে এই কারণেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

১।একটি আকর্ষনীয় স্টুডেন্ট-এর লোগো তৈরী করুন

কোনো অনলাইন কোর্স শুরু করার আগে কোর্স-এর প্রোমোশনের জন্য তার আকর্ষনীয় বিজ্ঞাপন তৈরী করা দরকার।বিজ্ঞাপন তৈরী করার সময় মনে রাখতে হবে যে বিজ্ঞাপনে এমন কিছু লোগো এবং অবতার ব্যবহার করতে হবে যা শিক্ষার্থীদের আকর্ষিত করে।শিক্ষার্থীরা যদি আপনার বিজ্ঞাপনের সাথে নিজেদের সংযুক্ত করতে পারে কিংবা নিজেদের প্রয়োজনটাকে পরিষ্কার ভাবে দেখতে পায় তবেই তাঁরা আপনার কোর্সের প্রতি আকর্ষিত হবে।

২।নিজের বিশেষত্বের দিকটি খুঁজে বের করতে হবে

নিজের একটি অনলাইন কোর্স শুরু করার আগে ইন্টারনেটে একই বিষয়ের ওপর যেই অনলাইন কোর্সগুলো আছে সেগুলো ভালো ভাবে পর্যবেক্ষন করুন।এরপর ভেবে দেখুন এই অনলাইন কোর্সগুলোর প্রকৃতির থেকে ভিন্ন আপনি কিছু আপনার কোর্সে যুক্ত করতে পারেন কিনা।আপনার কোর্স যদি ইন্টারনেটে থাকা অন্যান্য কোর্সের থেকে আলাদা হয় তাহলে স্বাভাবিক ভাবেই আপনার কোর্সের দিকে শিক্ষার্থীরা বেশী আগ্রহী হবে।

৩।কোর্স তৈরী করার আগে অডিয়েন্স সার্ভে করা প্রয়োজন

কোর্স তৈরী করছেন যাদের জন্য তাদের মনোভাব আগে বোঝা প্রয়োজন।এই জন্য কোর্স তৈরী করার আগে অডিয়েন্স সার্ভে করার প্রয়োজন।অডিয়েন্স সার্ভের ফলে সহজেই জানা যাবে এই ধরনের কোর্স থেকে তাঁরা কোন ধরনের সার্ভিস আশা করে থাকে।আপনার পছন্দের বদলে যদি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কোর্স তৈরী করা হয় তাহলে অডিয়েন্স বেশী আকর্ষিত হবে।

৪।কোর্সের টাইটেল কিংবা কোর্সের সম্বন্ধে লেখার সময় কীওয়ার্ড সার্চের সাহায্য নিন

কোর্সের টাইটেল যত আকর্ষিত হবে ততই অডিয়েন্স বেড়ে যাওয়ার আশা থাকে।টাইটেলকে আকর্ষিত করে তোলার জন্য উদ্ভাবনী শক্তির পাশাপাশি এমন কীওয়ার্ড টাইটেলে ব্যবহার করতে হবে যাতে এই বিষয়ে সার্চ করলে আপনার কোর্সটিই সার্চ রেজাল্ট হিসাবে প্রথমে ধরা দেয়।সঠিক কীওয়ার্ড ব্যবহার করে আকর্ষনীয় ভাবে কোর্সের টাইটেল সাজালে শিক্ষার্থীরা সহজেই আকর্ষিত হবে।গুগলের নিজস্ব ‘কীওয়ার্ড প্ল্যানার’ নামক একটি টুল আছে যার মাধ্যমে কীওয়ার্ড সার্চ করে উপযুক্ত টাইটেল সহজেই বানিয়ে নিতে পারবেন আপনি।

৫।নিজের ব্লগ কিংবা ইউটিউব চ্যানেলে কোর্সটির বিজ্ঞাপন দিন

আপনার যদি নিজস্ব ব্লগ কিংবা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেটির মাধ্যমে আপনার আসন্ন কোর্সের বিজ্ঞাপন করা চালু করুন।এর মাধ্যমে ইন্টারনেটে আপনার ফলোয়ারদের কাছেও আপনার কোর্সের সম্বন্ধে বার্তা পৌঁছে যাবে।

৬।বিখ্যাত ইউটিউবারের মাধ্যমে আপনার কোর্সের পেইড প্রোমোশন করান

বর্তমানে এই উপায়ে প্রোমোশন অনেকেই করে থাকেন।ইউটিউবে অনেক বিষয়ের ওপর আলাদা আলাদা ইউটিউবার আছেন এবং প্রত্যেকটি বিষয়েতেই একজন করে সফল ইউটিউবার থেকে থাকেন।আপনির কোর্সটির সাথে মিলে যায় এমন কোনো বিষয়ের সফল ইউটিউবারের চ্যানেলের মাধ্যমে অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার কোর্সটির প্রোমোশন করান।এরফলে সেই ইউটিউবারের ফলোয়ারের এক অংশও আপনার কোর্সটি করতে আগ্রহী হবেন।

৭।সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে প্রোমোশন করুন

সোশ্যাল মিডিয়া বর্তমানের সবথেকে শক্তিশালী গণমাধ্যম।তার মাধ্যমে বিনামূল্যেই আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার কোর্সের বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে শিক্ষার্থী আকর্ষন করতে সক্ষম হবেন।

৮।আপনার কোর্সের সেলস পেজে শিক্ষার্থীদের রিভিউ পোস্ট করুন

মানুষ কোনো সার্ভিস ব্যবহার করার আগে তাকে যাচাই করে নিতে পছন্দ করে।তাই আপনার কোর্সের সেলস পেজে যেই সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে কোর্সটি করে উপকার লাভ করেছেন তাদের রিভিউ পোস্ট করুন।এছাড়াও আপনার কোর্সটির সাকসেস রেটও পোস্ট করে দিন।এইভাবে সেলস পেজ সাজালে অডিয়েন্সের মনে কোর্সের প্রতি ভরসা জাগে বিশ্বাসযোগ্যতা তৈরী হয় এবং সহজেই অডিয়েন্স আপনার সেলস পেজের দিকে আকৃষ্ট হয়।

৯।স্যাম্পেল কোর্সের ব্যবস্থা রাখুন

মেন কোর্সের আগে শিক্ষার্থীরা যাতে কোর্সটির সম্বন্ধে একটি ধারনা পেয়ে যায় তার জন্য ব্যবস্থা করুন স্যাম্পেল কোর্সের।স্যাম্পেল কোর্স রাখলে অডিয়েন্সের মনে স্যাম্পেল কোর্স সম্বন্ধে আগ্রহ সৃষ্টি হয়।এছাড়াও কোর্সের আগে স্যাম্পেল কোর্সটি করলে শিক্ষার্থীর মনে পরবর্তিতে আর কী আছে সেই সম্বন্ধে আগ্রহ জাগে ফলে তাঁরা এই কোর্স নিয়ে অগ্রসর হতে আগ্রহী হয়।

১০।লিমিটেড অফারের ব্যবস্থা রাখুন

সর্বশেষ যেই উপায়টি নিয়ে কথা বলবো সেটি হলো লিমিটেড অফারের জাদু।কোর্সের আসল মূল্যের থেকে একটু কমে কোর্স প্রদানের অফার চালু করুন সীমিত দিনের জন্য কিংবা সীমিত দিনের মধ্যে কোর্স করলে বিনামূল্যে সেই বিষয়ক সুবিধা প্রদানের কোনো অফার প্রদান করুন।এই উপায়ে বেশী সংখ্যক অডিয়েন্স লাভ করা সম্ভব হয় সহজেই।

উপরোক্ত এই পদ্ধতির মাধ্যমে অনায়াসেই আপনার অনলাইন কোর্স হয়ে উঠবে জনপ্রিয়।অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দানের কাজও যেমন সম্পন্ন হবে সেইরকমই প্রতিভাকে কাজে লাগিয়ে উপার্জন করাও সম্ভব হবে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply