বিনোদন ছাড়াও তাঁর বিস্তৃতি ছিল বহুদূর-জেনে নিন টেক-ভিশনারী সুশান্ত সিং রাজপুতের টেক-সত্ত্বার এক অনন্য কাহিনী!

0
468
সুশান্ত সিং রাজপুতের টেক-সত্ত্বা
সুশান্ত সিং রাজপুতের টেক-সত্ত্বার এক অনন্য কাহিনী!

এই বছর আসার সাথে সাথে যেন অভিশাপ নেমে এসেছে বিনোদন জগতের ওপরে।তাবড় তাবড় অভিনেতাদের একের পর এক মৃত্যু সংবাদ নাড়িয়ে দিয়েছে বলিউড জগতকেও।এখনও মানুষের স্মৃতিতে টাটকা সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়ান।তরতাজা একটি প্রানের এমন আকস্মিক মৃত্যু অনেকেই এখনো মেনে নিতে পারছেন না।সুশান্ত সিং রাজপুত তার অল্পজীবন সীমাতেও মানুষের মনে ফেলেছিলেন এক গভীর ছাপ।

বেশীরভাগ মানুষের কাছেই সুশান্ত সিং রাজপুত পরিচিত বলিউডের এক স্বনামধন্য অভিনেতা হিসেবে।কিন্তু অনেকেই যেটা জানেন না সেটি হল এই মানুষটির পরিধি শুধুমাত্র এইটুকু ছিল না।বিনোদন জগতে পা রাখার আগে তিনি তার যাত্রা শুরু করেছিলেন ইঞ্জিনিয়ারিং জগতের দিকে।অত্যন্ত মেধাবী সুশান্ত সিং রাজপুতের মনে ও মস্তিষ্কে ‘কোয়ানটাম ফিজিক্স’ ও ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ফেলেছিল এক গভীর ছাপ।অভিনয়ের সাথে সাথে রাতদিন তিনি ডুবে থাকতেন বিজ্ঞানের সাধনায়।টেকনোলজির দিকে তার ছিল এক অবিচ্ছন্ন টান এবং টেকনোলজি জগত নিয়ে তার জ্ঞানও ছিল অপরিসীম।অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনের এই টেকনোহলিক সত্ত্বার কথা তার কাছের মানুষজন ছাড়া অনেকেরই অজানা।

রাজপুতের জীবনের শেষের দিকে তার এই টেকনোহলিক সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটছিল ভীষন ভাবে।জীবনের শেষভাগে তিনি টেকনোলজিকে কাজে লাগিয়ে বিনোদনকে আরও উন্নত করার উদ্দেশ্যে এক ব্যবসায়িক উদ্যোগ নিয়েছিলেন তিনি।অতীতে একজন অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র হওয়ার দরুন টেকনোলজির সম্বন্ধে তার জ্ঞান ছিল অগাধ।সেই জ্ঞানকেই কাজে লাগিয়ে ২০১৮ সালে তিনি ‘Innsaei Ventures Private Limited’ –এর সাথে যুক্ত হয়ে শুরু করেছিলেন তার টেকনোলজি সংক্রান্ত ব্যবসায়িক উদ্যোগ।গুরুগ্রামে অবস্থিত এই স্টার্ট-আপ কোম্পানিটি ‘ভার্চুয়াল রিয়েলিটি’ নিয়ে কাজ করে  এবং তাদের উদ্দেশ্য শিল্পীদেরও তাদের সাথে যুক্ত করে নতুন ডিজিটাল কন্টেন্ট সৃষ্টি করে বিনোদন জগতে টেকনোলজিকে আরও উন্নত করে তোলা।

২০১৮ সালের মে মাসে সুশান্ত সিং রাজপুত এই কোম্পানিটির সাথে যুক্ত হন অতিরিক্ত অধিকর্তা হিসেবে।অতীতে নিজে টেকনোলজিক্যাল জগতের সাথে যুক্ত থাকার ফলে সুশান্ত সিং রাজপুত এই কাজটির জন্য ছিলেন বিশেষভাবে উৎসাহিত।এমনকি ২০১৮ সালে তার এই উদ্যোগের বিষয়ে নেটিজেনদের জানিয়ে একটি বড়োসড়ো পোস্টও লেখেন তিনি।তার মতে, “বিনোদন জগতে ‘মিক্সড রিয়েলিটি’র সাথে মিশ্রিত আর্টিফিশিয়াল ইণ্টেলিজেন্স ব্যবহার করা শুরু করলে আগামী পাঁচ বছরে সম্পূর্ণভাবে বদলে যেতে পারে বিনোদন জগতের নকশা।ভবিষ্যত ইতিমধ্যেই আমাদের সামনে হাজির,শুধুমাত্র সেটি এখন রয়েছে বিক্ষিপ্ত অবস্থায়”।তিনি মনে করেন উন্নত টেকনোলজির সাথে বিনোদনের এক সঠিক মিশেল আগামী দশকে বিনোদন এবং টেকনোলোজি এই দুটি জগতেই সৃষ্টি করবে এক অনবদ্য ইতিহাস।

‘NITI Aayog’s Women Entrepreneurship’প্ল্যাটফর্মে টেক-ব্যবসায়িক উদ্যোগ সম্বন্ধিত এক বক্তৃতা দেওয়াকালীনও এই বিষয়ে তাঁর উতসাহিত মতামত শুনেছিল অনেকেই।

এর পরের বছরেই অর্থাৎ ২০১৯ সালে, সুশান্ত সিং রাজপুত লঞ্চ করেন তাঁর নিজস্ব একটি টেক-কোম্পানি “Vividrage Rhealtyx Pvt Ltd”।এই কোম্পানির তিনজন ফাউন্ডিং ডিরেক্টরের মধ্যে একজন ছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা এবং টেক ভীশনারী সুশান্ত সিং রাজপুত।এই কোম্পানির অন্যান্য দুইজন অধিকর্তা ছিলেন রিয়া চক্রবর্তী এবং শৌমিক চক্রবর্তী।এই কোম্পানির অফিশিয়াল ফাইলিং থেকে জানা যায় এই কোম্পানির ব্যবসার বিষয়বস্তু ছিল এক্সপোনেনশিয়াল টেকনোলজি, মিক্সড টেকনোলোজি, আর্টিফিশিয়াল টেকনোলজি ইত্যাদির সাহায্যে ভারতে এবং বিদেশে টেকনোলজি ব্যবহারকারীদের জন্য টেকনোলজি ব্যবহারের এক অনন্য অভিজ্ঞতা তৈরী করা।

টেকনোহলিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মনে টেকনোলজির প্রতি গভীর নিষ্ঠা ছাড়াও ছিল মানুষের উপকার করার সুচিন্তা।কেরালা এবং নাগাল্যান্ডের ভয়াবহ বন্যার সময়ে সুশান্ত সিং রাজপুতের মন খোলা অনুদানের কথা আজও মানুষের স্বৃতিতে প্রজজ্বলিত।এই বছরের শুরুতেই সুশান্ত সিং রাজপুত দুর্ভিক্ষ দূরীকরণের জন্য এবং অপুষ্টি রোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গড়ে তুলেছিলেন একটি নন-প্রফিট সংস্থা ‘ফ্রন্ট ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড ফাউন্ডেশন’।

শুধুমাত্র একজন অভিনেতা নন তাঁর বিস্তৃতি ছিল আমাদের জ্ঞানের অনেক উর্দ্ধে।আজীবন ছিল তাঁর জ্ঞান অর্জনের গভীর আকাঙ্খা।টেকনোলজি ছিল তাঁর প্রিয় বিষয় এবং তাকে কেন্দ্র করে তাঁর স্বপ্নও ছিল প্রচুর।তবে তা অধরাই থেকে গেল এই তরুন অভিনেতার কাছে।ব্যক্তি হিসেবে এবং মেধার দিক দিয়ে সুশান্ত সিং রাজপুত ছিলেন অনন্য।অনেক মানুষই বর্তমানে দুঃখপ্রকাশ করছেন রাজপুতের মৃত্যুতে একজন যোগ্য অভিনেতাকে হারানোর জন্য। কিন্তু আসলে এই মৃত্যু শুধুমাত্র একজন অভিনেতাকেই শুধু কাড়লো না, কেড়ে নিল পৃথিবীর বুক থেকে একজন উজ্জ্বল মেধার যুবক সত্ত্বাকে যে একদিন তাঁর স্বপ্ন ও মেধা দিয়ে টেকনোলজির মাধ্যমে আমাদের ভবিষ্যতকে দেখাতে পারতো এক নতুন দিশা।  

অন্যান্য কোনো বিষয়ে আরও তথ্য জানতে হলে নিঃসংকোচে আমাদের জানান কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করবো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবার।

আপনাদের কাছে একটি অনুরোধ রইলো যদি আমাদের পোস্ট গুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের পোস্টটিকে লাইক ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ।

এছাড়াও অন্য বিষয়ে আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ।

 আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম সেনসেশন ম্যাডোনার অ্যাকাউন্ট হল ব্লক! জেনে নিন কারণ

Leave a Reply