অক্ষয় কুমারের এবং NCore গেম পার্টনারশিপে আসতে চলেছে PUBG-এর বিকল্প গেম Fau-G

0
415

সম্প্রতি সারা ভারত জুড়ে ব্যান হয়ে গেছে বহু জনপ্রিয় গেম পাবজি।এরফলে সারা ভারত জুড়ে গেমারদের মধ্যে ভীষনভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তাই পাবজি-এর বিকল্প গেম নিয়ে আসার জন্য বিভিন্ন গেম ডেভেলপাররাও মড়িয়া হয়ে উঠেছে।সেইরকমই একটি গেম ডেভেলপার হলো NCore গেম।তারা বলিউড সেলিব্রিটি অক্ষয় কুমারের সাথে পার্টনারশিপে আনতে চলেছে পাবজি-এর বিকল্প গেম Fau-G।নাম শুনেই বোঝা যাচ্ছে নামটি ভারতীয় সেনার থেকে নেওয়া হয়েছে।এই গেমে ভারতীয় বীর সেনাদেরই দেশ রক্ষা করতে দেখা যাবে।

এই গেম-এর বিস্তারিত তথ্য এখনো যদিও জানা যায় নি বিশেষ।তবে অক্ষয় কুমারের ট্যুইট থেকে জানা গেছে এটি একটি অ্যাকশন গেম।ট্যুইটে অভিনেতা জানান এই গেম খেলতে গিয়ে গেমাররা শুধুমাত্র বিনোদনই উপভোগ করবেন না তার সাথে সাথে ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা ও জানতে পারবেন।তিনি এটিও বলেছেন এই গেম থেকে যা লাভ হবে তার ২০% দিয়ে দেওয়া হবে ভারতীয় সেনাদের উন্নতিকল্পে।

বিশেষজ্ঞদের অনুমান পাবজি সহ আরও বিভিন্ন চাইনিজ গেম ব্যান হওয়ার ফলে নেটিজেনদের মধ্যে একটি চাহিদার সৃষ্টি হয়েছে, সেই চাহিদাকে কাজে লাগিয়েই NCore গেম তাদের এই উদ্যোগ শুরু করতে চলেছে।আশা করা যাচ্ছে এই গেম নেটিজেনদের মধ্যে আসার কিছুদিনের মধ্যে মিম-এর মাধ্যেমে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে দেবেন।

NCore গেমও তাদের ট্যুইটারে এই গেম সম্বন্ধে ‘কামিং সুন’ জানিয়ে রেখেছে।পাবজি ব্যান হওয়ার পরে তার অন্য বিকল্প ‘ফ্রি ফায়ারের’ চাহিদা বিশাল ভাবে বেড়েছে।‘ফৌজি’ গেম বাজারে আসার পর সেই চাহিদায় কোনো প্রভাব পড়বে কিনা এখনই কিছু বলা যাচ্ছে না।তবে ইন্ডিয়ান গেম ‘ফৌজি’তে পাবজির মতো উন্নতমানের ভিস্যুয়াল এফেক্ট পাওয়া যাবে কিনা এই বিষয়ে নেটিজেনরা বেশ সন্দেহ প্রকাশ করছেন। পাবজি-র মতো উন্নত ভিস্যুয়াল এফেক্ট না পেলে ‘ফৌজি’ গেম যে অচিরেই অসফল হবে তা আরা বলার অবকাশ রাখে না।অতএব আপাতত এই সমস্ত কৌতুহল নিয়ে ভারতীয় গেমাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে পাবজি-এর নতুন ভারতীয় বিকল্প Fau-Gএর।এখন দেখা যাক এই গেম নেটিজেনদের জন্য কি উপহার নিয়ে আসতে চলেছে।

আপনার কি মনে হয় এই বিষয়ে?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply