আইটেল কোম্পানি ভারতে নিয়ে এলো নিউ রেঞ্জের অত্যাধুনিক স্মার্টটিভি নাম মাত্র দামে!

0
640

এই মাসেই আইটেল ভারতে লঞ্চ করেছে তাদের নতুন তিনটে স্মার্ট টিভি সিরিজ।কোম্পানির দ্বারা লঞ্চ হওয়া এই তিনটি সিরিজ হলো সিরিজ আই, সিরিজ এ এবং সিরিজ সি।এই নতুন স্মার্ট টিভিগুলো ৩২”-র সাইজ থেকে শুরু করে ৫৫”-র সাইজ পর্যন্ত উপলব্ধ হবে।এই স্মার্ট টিভি সিরিজের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হলো এটির মূল্য।এই টিভি সিরিজের মূল্য শুরু হচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকা থেকে এবং এই সিরিজের সর্বোচ্চ মূল্য হলো ৩৪,৪৯৯ টাকা।

প্রথমে আলোচনা করা যাক আই সিরিজের স্মার্ট টিভিগুলো নিয়ে।এই সিরিজে আছে দুটি মডেলের ৪ হাজার আল্ট্রা এইচডির টিভি।এই দুটি মডেলের মূল্যের মধ্যে বিভিন্নতা আছে।

  • প্রথম মডেলটি হলো I5514IE এবং এর মূল্য হলো ৩৪,৪৯৯ টাকা।
  • দ্বিতীয় মডেলটি হলো I4310IE এবং এর মূল্য হলো ২৪,৪৯৯ টাকা।

এছাড়াও আছে ফুল এইচডি মডেলের দুটো স্মার্ট টিভি।

  • একটি হলো ৪৩”-র I4314IE এবং এর মূল্য হলো ২১,৯৯৯ টাকা।
  • অপরটি হলো ৩২”-র I32101IE এবং এর মূল্য হলো ১১,৯৯৯ টাকা।

সি সিরিজের মাত্র আছে একটি মডেল।এই মডেলটি ৩২”-র এবং এটি হলো এইচডি ইন্টারনেট টিভি।এই মডেলের নাম হলো C3210IE এবং এর মূল্য হলো ৯,৪৯৯ টাকা।

আইটেলের এ সিরিজেও আছে মাত্র একটি স্মার্ট টিভির মডেল।তবে এই লিস্টে আছে একটি সাউন্ডবার এলইডি টিভি A3210IE।এর মূল্য হলো ৮,৯৯৯ টাকা।

এবার আসা যাক ফিচারের কথায়।আইটেলের I5514IE HD স্মার্ট টিভিতে আছে ৬৪ বিট ১.০ গিগাহার্টজ কোয়াড কোর A53 প্রসেসর।এছাড়াও ১.৫ জিবি র‍্যাম এবং আছে ৮ জিবি স্টোরেজের সুবিধা।এটি চলে স্মার্ট ওএস ৯.০তে।এছাড়াও আছে ডলবি অডিওর সাথে ২০ ওয়াটের আউটপুট।এছাড়াও এই স্মার্ট টিভি ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ইত্যাদির মতো কিছু প্রি-লোডেড অ্যাপের সাথে আসে।তারসাথে এতে আছে ডুয়াল অ্যাপ স্টোর, Gaia এবং NetRange-এর সুবিধা যেটি ব্যবহারকারীকে দেবে অন্যন্য প্রিমিয়াম এবং লোকাল অ্যাপ ডাউনলোড করার সুবিধা।

এছাড়াও আইটেলের তিনটি মডেল I4310IE 4K UHD, I4314IE FHD এবং I32101IE HD স্মার্ট টিভি।এই টিভিগুলোতে আছে স্মার্ট ফ্রেমলেস স্লিক লুক।এই স্মার্ট টিভি আসে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজের সাথে।এই

স্মার্ট টিভিগুলোতে আছে ২০ ওয়াট স্পিকারে ডলবি অডিওর সুবিধা।এছাড়াও ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ইত্যাদি অ্যাপ প্রি-ইনস্টলড থাকে এই স্মার্ট টিভিতে।

অন্যদিকে সি সিরিজের স্মার্ট টিভিগুলোতে পাওয়া যায় ৬০Hz-এর ডিসপ্লের সাথে ১৩৬৬ X ৭৬৮ পিক্সেলের রিজোলিউশন।এতে আছে ইলেক্ট্রোঅ্যাকাউস্টিক সাউন্ড টেকনোলজির ২০ ওয়াটের অডিও আউটপুট।মুভি, মিউজিক, স্পোর্ট, শিশুদের যোগ্য কন্টেন্ট এবং সোশ্যাল নেটওয়ার্কিং এই সমস্ত বিষয়ের ওপর থাকে আটটি প্রি-লোডেড অ্যাপ।­­

এ সিরিজেরর স্মার্ট টিভিগুলো পাওয়া যায় আল্ট্রা ব্রাইট ডিসপ্লে-এর সাথে।এতে আছে ১৬ ওয়াটের অডিও আউটপুট যুক্ত বিল্ট-ইন মাল্টি সিনারিও সাউন্ড এফেক্ট।

আইটেলের এই সমস্ত নতুন রেঞ্জের স্মার্ট টিভি এই উৎসবের মূহুর্তে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply