ফোনের ভবিষ্যৎ কি বদলে দেবে আইফোন ১২? ১৩ই অক্টোবর লঞ্চ হতে চলেছে আইফোন ১২ সিরিজ!

0
899

১৩ই অক্টোবর লঞ্চ হতে চলেছে আইফোন ১২ সিরিজ!

এই বছরের আগামী ১৩ই অক্টোবর লঞ্চ হতে চলেছে বহু প্রতিক্ষীত আইফোন ১২ সিরিজ।কিন্তু প্রকাশের আগেই একটি সূত্রে জানা গেছে এই আকর্ষনীয় স্মার্টফোনের স্পেসিফিকেশন, মূল্য এবং আরো অনেক কিছু সম্বন্ধে।

এই নতুন আইফোন ১২ সিরিজের মধ্যে রয়েছে একগুচ্ছ আইফোনের সম্ভার।

  • আইফোন ১২ মিনি
  • আইফোন ১২
  • আইফোন ১২ প্রো
  • আইফোন ১২ প্রো ম্যাক্স

আইফোন ১২ সিরিজের এই সবকটি ফোনেই পাওয়া যাবে OLED সুপার রেটিনা যুক্ত XDR ডিসপ্লে।এছাড়াও শোনা যাচ্ছে এই নতুন মডেলের আইফোনগুলোতে থাকবে ম্যাকসেফ ব্র্যান্ডের ওয়্যারলেস চার্জিং অ্যাকসেসরিস।এছাড়াও এর সাথে পাওয়া যেতে পারে একটি অফিশিয়াল ম্যাগনেটিক কেস।

আইফোন ১২ সিরিজের স্পেসিফিকেশন

সূত্রে জানা গেছে আইফোন ১২ সিরিজের সবকটি ফোনের স্পেসিফিকেশন সবই থাকবে প্রায় একই।

  • এই সিরিজের প্রত্যেকটি ফোনেই থাকবে OLED সুপার রেটিনা যুক্ত XDR ডিসপ্লে।
  • এর ওপরে থাকবে সিরামিকের শিল্ড গ্লাসের প্রোটেকশন।
  • নতুন সবকটি আইফোন মডেলে পাওয়া যাবে ডলবি ভিসন স্ট্যান্ডার্ডের ভিডিও রেকডিং।
  • এও শোনা গেছে এই নতুন আইফোন সিরিজের আইফোন গুলোতে থাকবে স্মার্ট ডেটা মোড যা অনায়াসেই 4G এবং 5G নেটওয়ার্কের মধ্যে যাতায়াত করতে পারবে।
  • এই নতুন আইফোনের মডেলগুলোতে থাকবে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম।
  • এছাড়াও পাওয়া যাবে একটি ম্যাগসেফ ব্র্যান্ডের ম্যাগনেটিক কেস।

এই কয়েকটি স্পেসিফিকেশন দেখা যাবে এই সিরিজের সমস্ত ফোনে।তবে এছাড়াও এই সিরিজের ফোনগুলোতে কিছু কিছু আলাদা স্পেসিফিকেশনও লক্ষ্য করা যায়।

আইফোন ১২ মিনি

  • এতে আছে ৫.৪”-র ডিসপ্লে।
  • আছে ডুয়াল রিয়ার ক্যামেরা।
  • ওয়াইড অ্যাঙ্গেল এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের শুটারের কম্বিনেশনের সুবিধাও পাওয়া যায়।

আইফোন ১২

  • এতেও আইফোন ১২ মিনির মতোই একই ক্যামেরা সেট আপ দেখতে পাওয়া যায়।
  • এই ফোনে আছে ৬.১”-এর ডিসপ্লে।

আইফোন ১২ প্রো

  • এই ফোনেও পাওয়া যায় ৬.১”-এর ডিসপ্লে।
  • এছাড়াও এতে আছে লিডার সেনসরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা।

আইফোন ১২ প্রো ম্যাক্স

  • এতে আছে ৬.৭”-এর ডিসপ্লে।
  • এতেও আছে ট্রিপল ক্যামেরা সেট আপ।
  • এই ফোনে আইফোন ১২ প্রো-এর থেকে ৪৭ পার্সেন্ট বেশী বড়ো সেনসর আছে।

আইফোন ১২ সিরিজের মূল্য

আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ এর মূল্য আশা করা যাচ্ছে ৫৮,৪০০ টাকার আশেপাশে থাকবে।এই আইফোনগুলো পাওয়া যাবে সাদা, লাল, কালো, সবুজ এবং নীল রঙের মধ্যে।

অন্যদিকে আইফোন ১২ প্রো-এর মূল্য হতে পারে ৭৩,০০০ টাকা এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের মূল্য হতে পারে ৮০,৪০০ টাকার আশেপাশে।এই দুটো আইফোন পাওয়া যেতে পারে গোল্ড, সিলভার, গ্র্যাফাইট এবং নীল রঙের শেডের মধ্যে।

এই সিরিজ লঞ্চ হওয়ার আগে একটি সূত্র থেকে এই আইফোনগুলোর সম্ভাব্য মূল্য জানা গেছে।কিন্তু এই মূল্যের পরিমানে সামান্য হেরফেরও হতে পারে।

আইফোন ১২ সিরিজের সহজলভ্যতা

এই সিরিজের মূল্যের পাশাপাশি এই সিরিজের সহজলভ্যতার সম্বন্ধেও কিছু তথ্য জানা গেছে।১৩ই অক্টোবর লঞ্চ হওয়ার পর আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো এই দুটি ফোনকে প্রি-অর্ডার করা যাবে ১৬ এবং ১৭ই অক্টোবর থেকে।তবে আইফোন ১২ মিনির প্রি-অর্ডার শুরু হবে ৬ কিংবা ৭ই নভেম্বর থেকে।আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি অর্ডার শুরু হবে ১৩ কিংবা ১৪ই নভেম্বর থেকে।

সূত্রে জানা গেছে আইফোন ১২-এর এই সিরিজটিতে পাওয়া যাবে ডিপ ফিউশন এবং নাইট মোড।সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হলো এই সিরিজের প্রত্যেকটি মোবাইলেই 5G নেটোয়ার্কের সাপোর্ট থাকবে বলে আশা করা যাচ্ছে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply