কোডিং শেখা এখন সহজ এই তিনটি পদ্ধতিতে!

0
1322

সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার নির্দেশিত নতুন শিক্ষা নীতি অনুযায়ী ষষ্ঠ শ্রেনী থেকে শিশুদের পাঠক্রমে কোডিং-কে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।কোডিং একটি ভীষনই গুরুত্বপূর্ণ বিষয়।এটি শিখে নিলে চাকরির ক্ষেত্রে বহু জায়গায় সুযোগ পাওয়ার আশা থাকে।বর্তমান যুগে টেকনোলজির কল্যানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটা পদক্ষেপে সফটওয়্যার ব্যবহার করে থাকি।সুতরাং কোডিং শিখে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগও আছে প্রচুর।

এছাড়াও যারা অনলাইনে নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন কোডিং শেখা তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।যেই বস্তুরই ব্যবসা করতে চান না কেন কোডিং-এর দক্ষতা থাকলে অনলাইনের ব্যবসার প্রতিযোগীতায় অন্যান্য ব্যবসায়ীদের থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন।

প্রত্যেক ওয়েবসাইট বানানো একটি জিনিসের ওপর নির্ভর করে তা হলো কোড।কোডিং শিখে গেলে অ্যামাজন কিংবা ফেসবুকের মতো আপনিও বানিয়ে ফেলতে পারবেন আপনার নিজস্ব ওয়েবসাইট, যেটি দেখতেও হবে অন্যান্য ওয়েবসাইটের থেকে আলাদা ফলে সহজেই সেই ওয়েবসাইটের জন্য ভিউয়ার সহজেই আকৃষ্ট করা যাবে।

কোডিং শিখে নিলে বহু ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা পাওয়া যাবে এটাতো বোঝা গেল।কিন্তু কোডিং শেখা হবে কীকরে?এই প্রশ্নের উত্তরই আজ নিয়ে আসা হলো আজকের পোস্টে।আজকে আলোচনা করা হলো তিনটি উপায় সম্বন্ধে যার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তি সহজেই কোডিং শিখতে সফল হবেন।

১।কোডিং-এর ওপর কোর্স করুন

যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখতে হলে তার ওপর কোর্স করে নিলে ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হয়।কোডিং-এর ওপর দক্ষতা আনার জন্যও এই ধরনের কোর্স ভীষন কার্যকারী।কোডএকাডেমী কোড শেখার সেইরকমই একটি কোর্স।কোনো মানুষ যদি কোডিং-এর ব্যাপারে আগে থেকে কিছু জেনে নাও থাকেন এই সোর্স থেকে কোডিং-এর ওপর কোর্স করলে তার কোডিং সমন্ধে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব হবে।

এছাড়াও অনলাইনে অনেক ফ্রি কোর্সও আছে,যারা প্রথম কোডিং সম্বন্ধে জ্ঞান অর্জন করছেন তাদের কোডিং সম্বন্ধে জানার ক্ষেত্রে এই কোর্স গুলো সাহায্য করবে।

২।কোডিং নিয়মিত প্র্যাকটিস করা

একবার যদি কোডিং-এর উপায় জেনে নেওয়া যায় তার পরে সেই জ্ঞানকে কাজে লাগানো ভীষনভাবে গুরুত্বপূর্ণ।কোডিং প্র্যাকটিস করার সবচেয়ে উত্তম উপায় হলো আগে থেকে উপস্থিত কোডকে নিজের মতো করে ভেঙে কিংবা পালটে চেষ্টা করে দেখা।প্রথম প্রথম অবশ্যই সঠিক ভাবে কোডিং করা সম্ভব হবে না কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব হবে কোডিং-এর ক্ষেত্রে।

৩।গুগলের সাহায্য নেওয়া

কোনো নতুন জিনিস শিখতে গেলে তার বিষয়ে কোনো সাহায্য গুগল থেকে পাওয়া যাবে না তা কখনোই হতে পারে না।গুগলে আছে একাধিক সাইট যা আপনার কোডিং সক্রান্ত সমস্ত প্রশ্নের জবাব সহজেই বিণামূল্যে দিয়ে দেবে।

নিজের ব্লগের লে আউট পালটানো থেকে শুরু করে টেক্সট অ্যাডভেঞ্চার গেম সৃষ্টি করা সমস্ত উপায়ই জানানোর জন্য তৈরী গুগল।শুধু মাত্র একটা সার্চেই আপনার সামনের খুলে যাবে কোডিং-এর সমস্ত রহস্য।

এছাড়াও ইউটিউবে আছে একাধিক টিউটোরিয়াল যার মাধ্যমে এক পয়সাও খরচ না করে সহজেই বেসিক কোডিং শেখা সম্ভব হয়।

এই তিনটি উপায় অবলম্বন করে শিখে নিন কোডিং এবং নিজের দক্ষতা প্রদর্শন করে হয়ে যায় ইন্টারনেটে সবার থেকে আলাদা।

আপনার কি মনে হয় এই বিষয়ে?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply