পাব্লিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট কী?জেনে নিন PPF-এর সম্বন্ধে বিস্তারিত তথ্য!

0
1315

১৯৬৮ সালে প্রথম ভারতে পাব্লিক প্রভিডেন্ট ফান্ড-এর প্রচলন হয়।এর মাধ্যমে কম পরিমানের জমানো অর্থ বিনিয়োগ করে তার থেকে ইন্টারেস্ট লাভ করা যায়।এটি একটি ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট।এর মাধ্যমে রিটায়ারমেন্টের পরবর্তী সময়ের জন্য ট্যাক্স বাঁচিয়ে অর্থ জমানো সম্ভব হয়।যদি আপনি ট্যাক্স বাঁচানোর জন্য এবং গ্যারান্টি রিটার্ন পাওয়া যাবে এমন কোনো বিনিয়োগের খোঁজ করেন তাহলে পাব্লিক প্রভিডেন্ট ফান্ড হলো আপনার জন্য উপযুক্ত জায়গা।

কীভাবে পাব্লিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট খোলা যাবে?

PPF অ্যাকাউন্ট যেকোনো পোস্ট অফিসে কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো যেকোনো জাতীয় ব্যাঙ্কেই খোলা সম্ভব হয়।অবশ্য কিছু কিছু প্রাইভেট ব্যাঙ্কও বর্তমানে এই সুবিধা প্রদান করছে। PPF অ্যাকাউন্ট খুলতে হলে তার আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে যেমন, KYC ডকুমেন্ট, পরিচয় পত্র, ঠিকানার প্রমান পত্র এবং সইয়ের প্রমান ইত্যাদি।এরপর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে নির্দিষ্ট অর্থ সেই অ্যাকাউন্টে আপনি জমা করতে পারবেন।

PPF-এর ইন্টারেস্ট রেট কী?

বর্তমানে PPF অ্যাকাউন্ট-এর ইন্টারেস্ট রেট দাঁড়িয়েছে ৭.১% প্রত্যেক বছরে।প্রত্যেক বছর অর্থমন্ত্রক এই ইন্টারেস্টের পরিমান স্থির করেন যেটি ৩১শে মার্চে দেওয়া হয়ে থাকে।

PPF অ্যাকাউন্ট-এর মূল ফিচার

  • টেনিওর- PPF অ্যাকাউন্ট-এর কমপক্ষে পনেরো বছরের টেনিওর থাকে। যেটি পরবর্তীকালে ইচ্ছা অনুযায়ী পাঁচ বছরের ব্লকে বাড়ানো যায়।
  • বিনিয়োগের পরিমান- PPF অ্যাকাউন্ট-এ সর্বনিম্ন বিনিয়োগের মাত্রা হলো ৫০০ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের মাত্রা হলো ১.৫ লাখ টাকা।বিনিয়োগ একেবারে পূর্ন অর্থ দেওয়ার মাধ্যমেও করা যায় আবার সর্বোচ্চ বারোটি ইনস্টলমেন্টেও করা হয়ে থাকে।
  • ওপেনিং ব্যালেন্স- PPF অ্যাকাউন্ট ১০০ টাকা দিয়েও খোলা যায়।তবে বছরে ১.৫ লাখ টাকার ওপরের বিনিয়োগে কোনো রকমের ইন্টারেস্ট আসে না এবং এটি ট্যাক্স সেভিংও করে না।
  • ডিপোজিটের সময়- PPF অ্যাকাউন্ট-এ পনেরো বছর ধরে বছরে অন্তত একবার করে অর্থ ডিপোজিট করতে হবে।
  • ডিপোজিটের মাধ্যম- PPF অ্যাকাউন্ট-এ ডিপোজিট ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট কিংবা অনলাইন ট্র্যান্সাকশনের মাধ্যমেও করা যায়।
  • নমিনেশন- PPF অ্যাকাউন্ট-এর হোল্ডার তার অ্যাকাউন্টের জন্য নমিনি ঠিক করতে পারে।তবে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই।
  • রিস্ক ফ্যাকটর- যেহেতু PPF অ্যাকাউন্ট ভারত সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত তাই এতে কোনোরকমেরই বিপদের ঝুঁকি থাকে না।

কারা PPF অ্যাকাউন্ট-এ বিনিয়োগের যোগ্য

  • যেকোনো ভারতীয় নাগরিক PPF অ্যাকাউন্ট-এ বিনিয়োগের যোগ্য।
  • একজন নাগরিকের একটিমাত্র PPF অ্যাকাউন্ট থাকতে পারে।
  • NRI এবং HUF-দের জন্য PPF অ্যাকাউন্ট বৈধ নয়।

PPF অ্যাকাউন্ট-এর বিপরীতে লোন

  • তৃতীয় থেকে পঞ্চম অর্থ বর্ষের মধ্যে PPF অ্যাকাউন্ট-এর জমা রাশির ওপর লোন নেওয়া সম্ভব।
  • লোনের পরিমান সর্বোচ্চ ২৫% হতে পারে।
  • প্রথম লোনের অর্থ মিটিয়ে দেওয়ার পর ষষ্ঠ অর্থ বর্ষের পরে দ্বিতীয় লোন নেওয়া সম্ভব হয়।

PPF তুলে নেওয়া

নিয়ম অনুযায়ী বিনিয়োগকারী পনেরো বছরের পরই সম্পূর্ণভাবে PPF অ্যাকাউন্ট তুলে নিতে পারবে।পনেরো বছরের পর বিনিয়োগকারী ইন্টারেস্ট সমেত PPF অ্যাকাউন্ট-এর সমস্ত অর্থ তুলে নিয়ে অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে সক্ষম হবেন।

কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার যদি বিপদে পড়ে পনেরো বছর পূর্ণ না হওয়ার আগেই PPF অ্যাকাউন্ট-এর অর্থ তুলে নিতে চান তবে স্কিম ছয় বছর পূর্ণ হওয়ার পরে পার্শিয়াল উইথড্রয়ালের অনুমতি দিয়ে থাকে।

একজন অ্যকাউন্ট হোল্ডার পনেরো বছর পূর্ণ হওয়ার আগেই PPF অ্যাকাউন্ট-এর টাকা তুলে নিতে চাইলে সম্পূর্ণ অর্থের পরিমান তুলতে পারবেন না।শুধুমাত্র মোট অর্থের পরিমানের ৫০% তুলতে পারবেন।

PPF অ্যাকাউন্ট-এর অর্থ তুলে নেওয়ার পদ্ধতি

যদি PPF অ্যাকাউন্ট-এর অর্থ পার্শিয়ালি কিংবা পুরোপুরি তুলে নিতে চান তবে দুটি স্টেপ মেনে চলতে হয়।

  • প্রথম স্টেপ- প্রয়োজনীয় তথ্য সহযোগে ফর্ম C-এর মাধ্যমে আবেদন পত্র তৈরী করতে হবে।
  • দ্বিতীয় স্টেপ- অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত ব্যাঙ্কে জমা দিতে হবে যেখানে আপনার PPF অ্যাকাউন্ট খোলা আছে।

অনলাইনে এই ফর্ম ডাউনলোড করা যায়।

PPF অ্যাকাউন্ট তৈরীর মাধ্যমে সহজেই ভবিষ্যতের জন্য ট্যাক্স বাঁচিয়ে অর্থ জমানো যায়।পাঠকের সুবিধার্থে আজ এই পোস্টে তুলে ধরা হলো PPF অ্যাকাউন্ট সম্বন্ধিত যাবতীয় তথ্য।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

আরও পড়ুনঃ জেনে নিন ৬টি বিনামূল্যে র YouTube চ্যানেল আর্ট মেকার-এর সন্ধান!

Leave a Reply