বিনামূল্যে পেয়ে যান প্রফেশনাল 2D সফটওয়্যার নিজের স্টুডিওর জন্য! কীভাবে? -জেনে নিন বিস্তারিত

0
498

ছোটো থেকে বড়ো সবরকমের দর্শকের কাছে অ্যানিমেশন ফিল্ম একটি ভীষন প্রিয় বিষয়।এই অ্যানিমেশন আর্ট প্রথম শুরু করেন ওয়াল্ট ডিজনি এবং পরবর্তীকালে এই শিল্পকে আরও উন্নত করে তোলে পিক্সার, ড্রিমওয়ার্ক এবং স্টুডিও ঘিবলির মতো অসাধারণ ডিজিটাল কোম্পানি।

টেকনোলজির কল্যানে যখন ডেস্কটপ কম্পিউটার মানুষের ঘরে এলো তখন থেকেই মানুষের শিল্পসত্তার সাহায্যে অ্যানিমেশনের আবির্ভাব ঘটলো বিনোদনের দুনিয়ায়।সময়ের সাথে সাথে টেকনোলজি হয়ে উঠেছে আরও উন্নত।মানুষেরও উদ্ভাবনী চিন্তাশক্তির বিকশ হয়েছে বিস্তৃত পরিমাপে।ফলে এখন প্রায় অনেক ঘরেই সন্ধান মেলে অসাধারণ প্রতিভা সম্পন্ন অ্যানিমেটরের।তাদের কাজ বিভিন্ন অনলাইন ফেস্টিভালে প্রত্যেক বছরই দর্শকদের বিস্মিত করে।এখন অনেক বিনোদন-এর সাথে সংযুক্ত কোম্পানিও হোম স্টুডিও থেকে উঠে আসা প্রতিভাদের তাদের নিজেদের প্রোজেক্টে নিযুক্ত করেন।

সেইরকমই আপনারও যদি থাকে অসাধারণ উদ্ভাবনী শক্তি এবং অ্যানিমেশনের দুনিয়ার সাথে আপনার পরিচয় হয়ে থাকে, তাহলে আপনার উদ্ভাবনী শক্তির পালে হাওয়া দিয়ে আপনাকে উন্নতির দিকে ঠেলে দেওয়ার জন্য আজ আমরা নিয়ে এলাম তিনটি বিনামুল্যের প্রফেশনাল অ্যানিমেশন সফটওয়্যার।কে বলতে পারে হয়তো এই সফটওয়্যারের মাধ্যমে তৈরী করা আপনার সৃষ্টি অ্যানিমেশনের দুনিয়াতে সারা ফেলে দিতে পারে।

Synfig

Synfig একটি ওপেন সোর্স 2D অ্যানিমেশন সফটওয়্যার, যা তৈরী করা হয়েছে Windows, macOS এবং Linux অপারেটিং সিস্টেমের জন্য।এই সফটওয়্যারে আছে উন্নত টেকনোলজির কিছু ফিচার যা উন্নতমানের অ্যানিমেশন ক্যারেক্টার তৈরী করতে সাহায্য করবে।এই সফটওয়্যারে আছে ফুল ফিচারড বোন সিস্টেম যেটি বিট ম্যাপ এবং ভেক্টর নেটওয়্যার্কের সাথে মুভিং ক্যারেক্টার তৈরী করতে সাহায্য করবে।

এই সফটওয়্যার অ্যানিমেটরদের দেয় ম্যানুয়াল টুইনিং-এর বিকল্প, অর্থাৎ অ্যানিমেটর একটি ক্যারেক্টরের মূল স্থানগুলি ইলাস্ট্রেট করে দিলেই এই সফটওয়্যার ফ্রেম ক্যালকুলেট করে পুরো অ্যানিমেটেড ক্যারেক্টারটি তৈরী করে দেবে।

এছাড়াও এই সফটওয়্যারে আছে পঞ্চাশটির ওপর লেয়ার এবং নানা প্রকারের লেয়ারের সুবিধা, যা অ্যানিমেটরকে জটিল শিল্পকর্মযুক্ত অ্যানিমেশন তৈরী করতে সাহায্য করে।

Synfig-এর সাথে একজন অ্যানিমেটর উন্নত শিল্পকর্ম তৈরী করার সমস্তরকম সুবিধা পেয়ে যাবেন।

OpenToonz

দ্বিতীয় 2D অ্যানিমেশন সফটওয়্যারটি হলো OpenToonz।এই সফটওয়্যারটিও Windows, macOS এবং Linux অপারেটিং সিস্টেমের জন্য তৈরী করা হয়েছে।বিনামূল্যে প্রাপ্ত এই সফটওয়্যারটি কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল দুই রকমের প্রজেক্টের জন্যই সমানভাবে উপযুক্ত।

ইটালির ডিজিটাল ভিডিও S.p.A-এর দ্বারা তৈরী Toonz-এর ওপর ভিত্তি করে OpenToonz সফটওয়্যারটি তৈরী হয়েছে।পরবর্তীকালে জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও ঘিবলি এটিকে কাস্টোমাইজড করে এবং বছরের পর বছর নিজেদের অসাধারণ সমস্ত সৃষ্টি বানানোর কাজে ব্যবহার করে।

এই সফটওয়্যারে আছে গ্রাফিক ট্যাবলেটের সাপোর্টে ভেকটর এবং বিটম্যাপের আঁকার টুলস।এছাড়াও এই সফটওয়্যারে আছে একশোটির ওপরে উন্নতমানের বিশেষ টুলস এবং এফেক্টস।আছে একটি সম্পূর্ণ টুল সেট ফ্রেম-বাই-ফ্রেম অ্যানিমেশনের জন্য, যা অ্যানিমেটরকে ভেকটর শেপের জন্য ফ্রেমের মধ্যে অ্যানিমেশন ক্যারেক্টার সৃষ্টি করার সুবিধা দেবে।এছাড়াও আছে একটি সম্পূর্ণ ‘বোনস’ সিস্টেম অ্যানিমেটরদের সৃষ্ট ক্যারেক্টারগুলোকে অ্যানিমেট করার জন্য।

স্টুডিও ঘিবলি-র সমস্ত কাজই করা হয় এই সফটওয়্যারের দ্বারা।তাই তাদের ওয়েবসাইটে নতুন অ্যানিমেটরদের সাহায্য করার জন্য আছে টিউটোরিয়াল ভিডিওর সুবিধা।

Animation Paper

হাতে আঁকা অ্যানিমেশনের জন্য এটি একটি যোগ্য সফটওয়্যার।তবে এই সফটওয়্যারের উন্নতির কাজ এখনো চলছে।এই সফটওয়্যারের বেটা টেস্টিং প্রোগ্রামের জন্য যদি একজন ব্যবহারকারী সাইন-আপ করেন তবে ব্যবহারকারী আলফা ভার্সন ডাউনলোড করার সুবিধা পাওয়ার সাথে সাথে পাবে ভবিষ্যতের সমস্ত আলফা এবং বেটা আপডেট।এছাড়াও যখন এই সফটওয়্যারের ফাইনাল ভার্সন আসবে, সেই ভার্সন উক্ত ব্যবহারকারী পাবে মাত্র $79-এ।

যদিও সাইন-আপ না করা সমস্ত অ্যামিমেটররা পুরনো প্লাস্টিক অ্যানিমেশন পেপার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

এই সফটওয়্যারে সেই সমস্ত টুলস বর্তমান যা পুরনো পেন্সিল এবং পেপারের মাধ্যমে শিল্প সৃষ্টিকারী অ্যানিমেটররা ব্যবহার করতো।অ্যানিমেটররা এই সফটওয়্যারে পেয়ে যাবে একটি আঁকার এলাকা যেখানে স্টাইলাস এবং ভাসমান টুলসের মাধ্যমে অ্যানিমেটর নিজের অ্যানিমেশনের প্রত্যেকটি ফ্রেম আঁকতে সক্ষম হবেন।এছাড়াও অ্যানিমেটর পাবেন একটি টাইমলাইন যাতে থাকবে তার সমস্ত সৃষ্টি করা ফ্রেম এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে অ্যানিমেটর তার কাজে সাউন্ড ট্র্যাকও সংযুক্ত করতে পারবে।

এই সফটওয়্যারের টুলস গুলো যেমন প্রফেশোনাল অ্যানিমেটরদের জন্য উপযুক্ত সেরকমই শিক্ষার্থী অ্যানিমেটরদের জন্যও সুবিধাজনক।এমনকি অনেক অ্যানিমেটর শিক্ষক তাদের শিক্ষার্থীদের এই সফটওয়্যারের মাধ্যমেই অ্যানিমেশন শেখানোর কাজ শুরু করেন।

প্লাস্টিক অ্যানিমেশন পেপার শুধুমাত্র Windows অপারেটিং সিস্টেমেই সহজলভ্য, তবে নতুন অ্যানিমেশন পেপার Windows এবং macOS এই দুটি অপারেটিং সিস্টেমেই পাওয়া যায়।

আপনার কি মনে হয় এই বিষয়ে?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply