উচ্চমাধ্যমিকের পর সায়েন্স, আর্টস, কমার্সের বেস্ট কোর্সের সন্ধান!

0
802

উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সঠিক কোর্স নির্বাচন একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।উচ্চমাধ্যমিকের পরই প্রত্যেক শিক্ষার্থীর জীবনের আসল যাত্রা শুরু হয়।কোর্স সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় শিক্ষার্থীকে করতে হয় ভবিষ্যত চিন্তাও।ভবিষ্যতের পথে পা বাড়ানোর জন্য চাকরির ক্ষেত্রে সুবিধা আছে সেরকম ধরনেরই কোর্স খুঁজে নিতে হয় শিক্ষার্থীদের।কিন্তু এতরকমের কোর্সের চাপে বিভ্রান্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা।তাদের সুবিধার্থেই আজকের পোস্টে আলোচনা করা হলো উচ্চমাধ্যমিকের পর গ্রহণযোগ্য কোর্স সম্বন্ধে।

সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সব রকমের কোর্স উপযুক্ত নয়।কয়েকটি বিভাগ অনুযায়ী ছাত্রছাত্রীদের বিভক্ত করা যায়।

  • মেডিকেল-এর শিক্ষার্থী
  • গণিত সংযুক্ত মেডিকেলের শিক্ষার্থী
  • নন-মেডিকেল শিক্ষার্থী
  • কমার্সের শিক্ষার্থী
  • গণিত সংযুক্ত কমার্সের শিক্ষার্থী
  • আর্টসের শিক্ষার্থী
  • গণিত সংযুক্ত আর্টসের শিক্ষার্থী

আজকের পোস্টে এই সমস্ত বিভাগ গুলো মাথায় রেখেই আলোচনা করা হবে উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীদের কোর্সের সুযোগ-সুবিধা নিয়ে।

উচ্চমাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগে কী কী কোর্স আছে?

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের আকর্ষন অনুযায়ী কোর্স গুলোকে ভাগ করা হলো।

  • এম.বি.বি.এস
  • বি.ডি.এস-ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি
  • বি.পি.টি-ব্যাচেলার অফ ফিজিওথেরাপি
  • বি.এসসি- নার্সিং
  • বিফার্মা- ব্যাচেলার অফ ফার্মেসি
  • বি.এ.এম.এস
  • বি.ই.এম.এস
  • হোমিওপ্যাথি
  • বি.এস.সি জুলোজি/বোটানি
  • বি.এস.সি কেমিস্ট্রি
  • বি.এস.সি বায়োমেডিক্যাল সায়েন্স
  • বায়োটেকনোলজি
  • বি.এস.সি মাইক্রোবায়োলজি

আর শিক্ষার্থীর যদি গণিত সংযুক্ত মেডিকেলে বিশেষত্ত্ব থাকে তাহলে উপরোক্ত সবকটি কোর্স তার জন্য উপযুক্ত হবে।অপশনাল সাবজেক্ট হিসেবে গণিত থাকলে সেটি শিক্ষার্থীর কেরিয়ারের সুযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে।

উচ্চমাধ্যমিকের পর নন-মেডিকেল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কোর্স

  • আই.আই.টি
  • বি.টেক
  • বি.এস.সি
  • বি.সি.এ/বি.সি.এস
  • বি.প্ল্যান
  • বি.আর্ক
  • বি.টেক কৃষিবিদ্যা
  • এন.ডি.এ
  • ফিল্ম এবং টেলিভিশনে ডিপ্লোমা কোর্স
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
  • এরোন্যটিকাল ইঞ্জিনিয়ারিং
  • বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং
  • পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
  • সেরামিক ইঞ্জিনিয়ারিং
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
  • ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
  • কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং
  • রোবোটিকস ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রনিকস এবং কমিউনিকেশন ইঞ্জিয়ারিং
  • ইকেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং
  • স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং অটোমেশন
  • অটোমেশন এবং রোবোটিকস
  • পাওয়ার ইঞ্জিনিয়ারিং

উচ্চমাধ্যমিকের পর কমার্সের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কোর্স

কমার্স নিয়ে উচ্চমাধ্যমিকে পাশ করার পর উচশিক্ষার জন্য কোন কোর্স হবে উপযুক্ত?কমার্সের শিক্ষার্থীদের উন্নত কেরিয়ারের ক্ষেত্রে এই কোর্সগুলো সাহায্য করতে পারে।

  • ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • ব্যাচেলর অফ কমার্স
  • বি.এ(অনার্স)- ইকোনমিকস
  • বি.বি.এ এল.এল.বি -ইন্টিগ্রেটেড ল প্রোগ্রাম
  • বি.কম এল.এল.বি -ইন্টিগ্রেটেড ল প্রোগ্রাম

উচ্চমাধ্যমিকের পর গণিত সংযুক্ত কমার্সের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কোর্স

সাধারণত দেখা গেছে যেইসব শিক্ষার্থীরা গণিত সংযুক্ত কমার্স নিয়ে পাশ করেছে তাদের কর্মক্ষেত্রে বেতন সাধারন কমার্স নিয়ে পাশ করা শিক্ষার্থীদের থেকে বেশী।গনিত সংযুক্ত কমার্স-এর শিক্ষার্থীদের জন্যও আছে অনেকগুলো উপযুক্ত কোর্স।

  • চিফ ফাইনানশিয়াল অফিসার
  • চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
  • বিজনেস কনসালট্যান্ট
  • অডিটর
  • কোম্পানি সেক্রেটারি
  • বাজেট অ্যানালিস্ট
  • প্রোডাকশন ম্যানেজার

উচ্চমাধ্যমিকের পর আর্টস-এর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কোর্স

শিক্ষার্থী যদি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরী হতে চায় তাহলে আর্টস তার জন্য উপযুক্ত বিষয়।আর্টস-এর শিক্ষার্থীদের কেরিয়ারে সুযোগ করে দেওয়ার মতো আছে আরও অনেক কোর্স।

  • ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • ব্যাচেলার অফ ডিজাইন
  • ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট সায়েন্স
  • এভিয়েশন কোর্স
  • হসপিট্যালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন
  • ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস
  • ব্যাচেলার অফ ফাইন আর্টস
  • ইতিহাসে বি.এ
  • ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্ট
  • ইন্টিগ্রেটেড ল কোর্স
  • ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন
  • ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট
  • ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ
  • ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক
  • ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইনিং
  • ইন্টিরিওর ডিজাইন

উচ্চমাধ্যমিকের পর গণিত সংযুক্ত আর্টসের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কোর্স

শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য গণিত সংযুক্ত আর্টসের জন্যও আছে বিভিন্ন কোর্স।

  • জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন
  • হোটেল ম্যানেজমেন্ট
  • বি.বি.এ
  • ইভেন্ট ম্যানেজমেন্ট
  • ফ্যাশন ডিজাইন
  • রিটেল অ্যান্ড ফ্যাশন মার্চেনডাইস

উচ্চমাধ্যমিকের পর নিজেদের জন্য সঠিক কোর্স নির্বাচন করার বিষয় নিয়ে বহু শিক্ষার্থী চিন্তান্বিত থাকে।উন্নত কেরিয়ারের উদ্দেশ্যে সঠিক কোর্স নির্বাচন করার ক্ষেত্রে সাহায্য করা জন্য আশা করি এই আর্টিকেল ছাত্রছাত্রীদের সাহায্য করবে।

আপনার কি মনে হয় এই বিষয়ে?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।  

Leave a Reply