এখন App-এই হোক উপার্জন- জেনে নিন ৯টি আকর্ষণীয় Money-Making App-এর সন্ধান!

0
775
এখন App-এই হোক উপার্জন- জেনে নিন ৯টি আকর্ষণীয় Money-Making App-এর সন্ধান!

বর্তমানে টেকনোলজির কল্যানে প্রত্যেক মানুষের হাতের মুঠোয় চলে এসেছে আলাদিনের জাদু প্রদীপের মতো একটি করে স্মার্ট ফোন। আলাদিন যেমন তার দৈত্যকে নিজের মনের মতো করে পরিচালনা করে নিজের কাজ হাসিল করতে পারতো, ঠিক তেমনই এই স্মার্টফোনের APP-এর মাধ্যমেও মানুষ এখন সহজেই নিজের ইচ্ছামতো মনের সাধ মিটিয়ে নিতে সক্ষম হচ্ছেন।

একটি সমীক্ষায় দেখা গেছে একজন মানুষ একটি দিনের গড়ে ৯০% ভাগই কাটান মোবাইল ফোনের পেছনে। তবে স্মার্ট ফোনের পেছনে সময় কাটানো মানেই সময় নষ্ট করা এই ধারনা কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে আর চলে না। অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা তাদের মোবাইলের পেছনে কাটানো সময়টিকে হেলায় নষ্ট না করে সেটিকে সঠিক ভাবে ব্যবহার করে, নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে উপার্জন করে নিচ্ছেন যথেষ্ট পরিমান অর্থ।

আগেই বলেছি, বর্তমান জীবন হলো APP ভিত্তিক। এখন নিত্যজীবনে ব্যবহৃত সমস্ত কিছুই পাওয়া যায় APP-এর মাধ্যমে। শুধু তাই নয়, এই APP-এর মাধ্যমে এখন উপার্জন করাও সম্ভব।কীভাবে? সেই উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আমরা। আপনাদের সুবিধার জন্যই বিশেষ করে আজকের পোস্টে আলোচনা করা হলো কয়েকটি Money-Making App নিয়ে।

আজকের পোস্টে যেই APPগুলো নিয়ে আলোচনা করা হলো সেই APPগুলোর মাধ্যমে আপনি ক্যাশব্যাক পাওয়া থেকে শুরু করে আপনার শরীরচর্চার মাধ্যমে উপার্জনের উপায় অবদি আপনি জানতে পারবেন। এবারে দেখে নেওয়া যাক এই APPগুলো সমন্ধে বিস্তারিত তথ্য।

৯টি আকর্ষণীয় Money-Making App:

  1. iPoll: সবথেকে ভালো সার্ভে APP
  2. Sweatcoin: শরীরসচেতন ব্যক্তিদের জন্য উপযোগী APP
  3. ibotta: অটোমেটিক পেমেন্টের জন্য সবথেকে ভালো APP
  4. Google Opinion Rewards: সার্ভের ক্ষেত্রে উপযোগী APP
  5. Foap: ফোটোগ্রাফার/ভিডিওগ্রাফারদের জন্য উপযোগী APP
  6. Acorns: বিনিয়োগকারীদের জন্য উপযোগী APP
  7. Ebates: যেসমস্ত ক্রেতা দর-কষাকষি করতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত APP
  8. Slidejoy: পরোক্ষ উপার্জনের ক্ষেত্রে উপযুক্ত APP
  9. Shopkick: এটিও দর-কষাকষিপ্রেমীদের জন্য উপযুক্ত APP

এখন আলোচনা করা যাক এই নয়টি আকর্ষণীয় APP নিয়ে বিস্তারিতভাবে।

Contents hide

iPoll: সবথেকে ভালো সার্ভে APP

এই APP হলো একটি Money-Making App, যেটির মাধ্যমে সার্ভে করে অর্থ উপার্জন করা সম্ভব। এমনকি যেই সমস্ত ব্যবহারকারী সঠিকভাবে টেকনোলজি ব্যবহার করতে পারেন না, তাদের জন্যও এটি ভীষন সুবিধাজনক APP। এই APPটিকে ডাউনলোড করে সঠিক জায়গায় নিজের তথ্য দিয়ে দিলেই এই APP ব্যবহারকারী সহজেই ব্যবহার করতে সক্ষম হবেন। এরপর APP থেকে ব্যবহারকারীকে একেকটি মিশন দেওয়া হবে, যেমন বিভিন্ন দোকান ঘুরে দেখা, প্রোডাক্টের ছবি তোলা কিংবা প্রোডাক্ট পরীক্ষা করে দেখা।

এই মিশনগুলো সম্পূর্ণ করার পর ব্যবহারকারী iPoll.com নামক ওয়েবসাইটে গিয়ে নিজের উপার্জন সংগ্রহ করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্য এই APP-এর মাধ্যমে ব্যবহারকারী অর্থ উপার্জন করতে পারেন না। তবে এই APP-এর মাধ্যমে ব্যাবহারকারী বিভিন্ন গিফট কার্ড, এয়ারলাইন মাইলস ইত্যাদি উপার্জন করতে পারেন।

সুবিধাঃ                    

  • সার্ভে-এর জন্য প্রতিযোগীতামূলক উপার্জন।
  • গিফট কার্ড এবং কখনো কখনো অর্থ উপার্জন করা সম্ভব।
  • রিওয়ার্ড পাওয়ার জন্য কোনো দ্রব্য ক্রয় করার প্রয়োজন পড়ে না।

অসুবিধাঃ

  • অন্যান্য সার্ভে APP-এর থেকে মিশনের পরিমান বেশী।
  • একটি গিফট আসতে ছয় মাস অবদি লেগে যেতে পারে।

Sweatcoin: শরীরসচেতন ব্যক্তিদের জন্য উপযোগী APP

শারীরিক কসরত করতে অনেকেই চান না। তবে শরীরচর্চা করলে যদি অর্থ পাওয়া যায় তাহলে প্রত্যেকেই উৎসাহিত হবেন শরীরচর্চা করার ক্ষেত্রে। এছাড়া কেউ যদি এমনিতেই শরীরসচেতন হন তাহলে তো আর কথাই নেই। এই APPটি আপনার প্রত্যেক পদক্ষেপের জন্য আপনাকে রিওয়ার্ড দেবে। তবে তার জন্য আপনাকে এই APPটিকে অবশ্যই আপনার ডিভাইসে ইনস্টল করতে হবে। তবে এই APP থেকে আপনি যেই অর্থ উপার্জন করবেন সেটি আপনি পাবেন ক্রিপটোকারেন্সিতে, অর্থাৎ ডিজিটাল কারেন্সিতে।

এই APPটিকে আপনার ডিভাইসে ডাউনলোড করার পর এটিকে সর্বক্ষণের জন্য আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতে হবে। এবং তারপর আপনার শরীরচর্চা কিংবা অন্যান্য কাজ চালিয়ে যেতে হবে। প্রত্যেক ১০০০ পদক্ষেপের জন্য ব্যবহারকারী পাবেন ০.৯৫ সোয়েটকয়েন। একটি নির্দিষ্ট পরিমান সোয়েটকয়েন উপার্জন করার পর আপনি সেই অর্থ দিয়ে এই APP থেকেই নিজের জন্য গিফট কিনতে পারবেন।

তবে সমস্যা হলো এই APP-এর সমস্ত দ্রব্যের নূন্যতম দাম হলো ২০,০০০ সোয়েটকয়েন। সেইক্ষেত্রে একজন যদি একদিনে ১০,০০০ পদক্ষেপ হাঁটে তাহলেও তার ২০,০০০ সোয়েট কয়েন জমতে লেগে যাবে ছয় বছর। অতএব সেইক্ষেত্রে বলা যেতেই পারে একজন দক্ষতাসম্পন্ন শরীরসচেতন ব্যক্তির জন্যই এই APP বিশেষভাবে উপযুক্ত।

সুবিধাঃ

  • সম্পূর্ণ বিণামূল্যে ব্যবহারযোগ্য
  • ৩০০-এরও বেশী কোম্পানি এর কয়েন গ্রহণ করে।
  • এটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করে।
  • কোনো বিধিবদ্ধ নিয়ম নেই।

অসুবিধাঃ

  • এখান থেকে যেই ক্রিপটোকারেন্সি উপার্জন করা হচ্ছে সেইগুলো স্বাভাবিক অর্থে পরিবর্তন করা যায় না।
  • সাধারণ শরীরচর্চার ক্ষেত্রে খুবই ধীর উপার্জনকারী APP।

ibotta: অটোমেটিক পেমেন্টের জন্য সবথেকে ভালো APP

এটি একটি অসাধারণ ক্যাশব্যাক APP। এই APP-এর মাধ্যমে তিনটি উপায়ে অর্থ উপার্জন করা সম্ভব হয়।

  • APP-এর জন্য উপযুক্ত কোনো জিনিস কেনার পর সেটির রিসিপট অ্যাপে UPLOADকরে।
  • কিছু বিশেষ অফার উপভোগ করার জন্য কেনাকাটা করার আগে স্টোর লয়্যালটি কার্ড এই অ্যাপে যুক্ত করে।
  • কিংবা ibotta APP-এর মাধ্যমেই বিভিন্ন স্টোরে শপিং করে।

এই APP-এর অর্থ-সাশ্রয়ী টুলের উপযোগীতা লাভ করার জন্য ব্যবহারকারীকে এই APP-এর তরফ থেকে কিছু কাজ দেওয়া হয়। সেইকাজ ব্যবহারকারী সম্পূর্ণ করলেই একমাত্র ব্যবহারকারী এই APP-এর সুবিধা লাভ করতে সক্ষম হন। এছাড়াও একমাত্র রিসিপ্ট UPLOADকরলেই পাওয়া যায় ক্যাশব্যাক। তবে এই অ্যাপে সাথে সাথেই অর্থ চলে আসে এই APP-এর ব্যবহারকারীর অ্যাকাউন্টে। কখনো বেশী অপেক্ষা করতে হয় না কিংবা কোনো ক্রিপ্টোকারেন্সিরও ঝামেলা নেই।

সুবিধাঃ

  • ক্যাশব্যাকে আসল অর্থই লাভ করা যায়।
  • মোবাইল APP এবং ওয়েব ব্রাউজার দুটোর মাধ্যমেই এটি ব্যবহার করা সম্ভব।
  • অর্থ হাতে পেতে বেশী অপেক্ষা করতে হয় না।

অসুবিধাঃ

  • অন্যান্য APP-এর থেকে ক্যাশব্যাকের পরিমান কম।
  • যেইসমস্ত রিটেল স্টোর এই APP-এর সাথে যুক্ত সেইগুলো আঞ্চলিক নাও হতে পারে।

Google Opinion Rewards: সার্ভের ক্ষেত্রে উপযোগী APP

আপনি যদি কোনো জিনিস সম্বন্ধে অনলাইন নিজের মতামত প্রকাশ করতে ভালোবাসেন তাহলে এই APPটি আপনার জন্য একটি যথাযথ Money-Making App। বিশ্বের সবথেকে বড়ো সার্চ ইঞ্জিন গুগলের এই Money-Making Appটি অনলাইনে নিজের মতামত জানানোর মাধ্যমে ব্যবহারকারীকে অর্থ উপার্জন করতে সাহায্য করে থাকে। বর্তমানে বেশীরভাগ স্মার্ট ফোন ব্যবহারকারী তাদের ফোনের মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত জানাতে ব্যস্ত থাকেন। সেই একই কাজ করার জন্য অর্থ উপার্জন করা যায় তাহলে এর থেকে আর ভালো কীইবা হতে পারে।

এই APP-এর মাধ্যমে উপার্জন করতে চাইলে প্রথমে ব্যবহারকারীকে APPটি ডাউনলোড করতে হবে।এরপর অ্যাপে থাকা বিভিন্ন বিষয়ের ওপর ব্যবহারকারিকে সার্ভে করতে হবে। কোনো হোটেল, টিভি শো কিংবা কোনো ব্র্যান্ড এইরকমই বিভিন্ন বিষয়ের ওপর সার্ভে করতে হবে ব্যবহারকারীকে। এই সার্ভের কাজটি ব্যবহারকারী যখন ইচ্ছা তখনই করতে পারেন। সারাদিনে যে ছোটো সময় পাওয়া যায় যেমন ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে, ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ইত্যাদি সময় ব্যবহার করে সার্ভের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

সার্ভে শেষ হওয়ার পর গুগল প্লে ক্রেডিট কিংবা PayPal-এর মাধ্যমে ব্যবহারকারী তার অর্থ পেতে পারেন। প্রত্যেক সার্ভের জন্য ব্যবহারকারী ০.১০ ডলার থেকে শুরু করে ১ ডলার অবদি অর্থ পেতে পারেন।

সুবিধাঃ

  • নূন্যতম ২ ডলার হলেই অর্থ তোলা সম্ভব হয়।
  • কোনো সার্ভে সহজলভ্য থাকলে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে।
  • অর্থ উপার্জন করার জন্য কোথাও অর্থ খরচ করতে হবে না।

অসুবিধাঃ

  • একমাত্র PayPal-এর মাধ্যমেই অর্থ প্রাপ্তি সম্ভব।
  • সার্ভের সহজলভ্যতা সবসময় পাওয়া যায় না।

Foap: ফোটোগ্রাফার/ভিডিওগ্রাফারদের জন্য উপযোগী APP

এই APP ফোটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য একটি ভীষনভাবে উপযুক্ত Money-Making App APP। এই APP-এর মাধ্যমে ফোটোগ্রাফার এবং ভিডিও গ্রাফাররা নিজেদের ভিডিও কিংবা ছবি বিক্রি করতে সক্ষম হবেন। APPটিকে ডাউনলোড করে এরপর নিজেদের ছবি কিংবা ভিডিও UPLOADকরতে হবে নিজের অনলাইন পোর্টফোলিওতে।

আপনার UPLOADকরা ছবি যদি কোনো এজেন্সি, ব্র্যান্ড কিংবা এই অ্যাপেরই অন্য কোনো ব্যবহারকারী কেনেন তবে তার পরিবর্তে আপনি অর্থ উপার্জন করবেন। তবে আপনার উপার্জনের পঞ্চাশ শতাংশ আপনাকে ভাগ করে নিতে হবে Foap APP-এর সাথে। তবে এই অ্যাপে একই ছবি একাধিকবার বিক্রি করতে পারবেন আপনি। এছাড়াও এই APP-এর কিছু মিশন থাকে সেই মিশনেও ব্যবহারকারী নিজের ছবি দিতে পারবেন। এই মিশনগুলোতে অধিক অর্থ উপার্জন করার সুযোগ থেকে থাকে।

সুবিধাঃ

  • এরজন্য কোনো রকম অত্যাধুনিক ক্যামেরা ব্যবহারের দরকার পড়ে না।
  • কোনো নীতিবদ্ধ বাধানিষেধ ণেঈ।
  • অর্থ তুলতে নূন্যতম অর্থ জমা দিতে হয়।

অসুবিধাঃ

  • একমাত্র PayPal-এর মাধ্যমেই অর্থ উপার্জন সম্ভব
  • পেমেন্ট আসতে আসতে একমাস লেগে যেতে পারে।

Acorns: বিনিয়োগকারীদের জন্য উপযোগী APP

আপনি যদি বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জন করতে ভালোবাসেন কিংবা স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে আপনার যদি ভালো সাফল্য থেকে থাকে তাহলে এই Money-Making Appটি আপনার জন্য একেবারে উপযুক্ত APP।

এই Money-Making Appটি ডাউনলোড করে এর সাথে শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ করে দিতে হবে। এই APP-এর সাথে ৩৫০টিরও বেশী মানি পার্টনার আছে। তারাই ব্যবহারকারীকে বিনিয়োগের মাধ্যমে উপার্জনের ক্ষেত্রে সাহায্য করে থাকে।

তবে এই APPটি প্রতি মাসে ব্যবহারকারীর থেকে ১ ডলার করে মাসিক অর্থ নিয়ে থাকে।তবে এই APPটি বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে ভরসাযোগ্য।

সুবিধাঃ

  • এই অ্যাপে কোনো নূন্যতম বিনিয়োগের মাত্রা নেই। ব্যবহারকারী নিজের ইচ্ছামতো অর্থ বিনিয়োগ করতে পারেন।
  • বিনিয়োগ করার জন্য বিশেষ কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না।
  • এছাড়াও আছে IRA এবং চেকিং অ্যাকাউন্ট অপশন।

অসুবিধাঃ

  • তবে এখানে অ্যাকাউন্ট বানানোর জন্য ব্যবহারকারীকে অর্থ বিনিয়োগ করতে হয়।
  • সবসময় অর্থ চলে যাওয়ার ভয় থাকে।

Ebates: যেসমস্ত ক্রেতা দর-কষাকষি করতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত APP

কম্পিউটারে কাজ করতে যারা অভ্যস্ত এবং কেনা-কাটা করতে যারা বিশেষভাবে ভালোবাসেন তাদের জন্য এই APP একেবারে উপযুক্ত। ইবেটস একটি অসাধারণ Money-Making App। ক্যাশব্যাকের মাধ্যমে এই অ্যাপে উপার্জন করা সম্ভব। এই APP-এর মাধ্যমে ইন-স্টোর কুপন ব্যবহার করে, আইটেম স্ক্যান করে এবং কিছু বিশেষ রিটেলারের কাছ থেকে শপিং করে ক্যাশব্যাক অর্জন করে অর্থ উপার্জন করা সম্ভব।

APPটি ডাউনলোড করার সাথে সাথেই APPটি ব্যবহার করা শুরু করা যায়। এই অ্যাপে আছে ২,৫০০টিরও বেশী রিটেলার যাদের কাছ থেকে শপিং করার মাধ্যমে ক্যাশব্যাক অর্জন করা সম্ভব। ক্যাশব্যাক সাধারণত ১ থেকে ২ শতাংশ পাওয়া যায় কিন্তু কখনো কখনো ১০ শতাংশ অবদিও ক্যাশব্যাক পাওয়া যায়। এছাড়াও ইন-স্টোর কুপন এবং অন্যান্য সুবিধাও পাওয়া যায়। এমনকি ইবেটস তার ব্যবহারকারীর হয়ে কুপন তুলনা করে থাকে যাতে ব্যবহারকারীরা ভালো ডিলস পেতে সক্ষম হন।

এই APP ডাউনলোড করার পর সাইন আপ করার পরেই ক্রেতা তিনমাস অন্তর তার অর্থ পেতে শুরু করেন।

সুবিধাঃ

  • এই APP ব্যবহার করার জন্য কোনো মূল্য লাগে না।
  • এই APP-এর সাথে ২,৫০০-এর বেশী স্টোর সম্পর্কযুক্ত।
  • ইন-স্টোর পার্চেসে ক্যাশব্যাকও পাওয়া যায়।

অসুবিধাঃ

  • তিনমাস অন্তর অর্থ পাওয়া যায়।
  • অর্থ তোলার জন্য PayPal থাকা আবশ্যক।
  • অ-বৈদ্যুতিন উপায়ে অর্থ তোলার বন্দোবস্ত থাকলেও তাহয় চেকের মাধ্যমে।

Slidejoy: পরোক্ষ উপার্জনের ক্ষেত্রে উপযুক্ত APP

এই APP-এর মাধ্যমে নিজের ফোনে বিজ্ঞাপনকে জায়গা দিন এবং উপার্জন করুন কাঙ্খিত অর্থ। এই APP-এর মাধ্যমে ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপনকে জায়গা দিয়ে অনায়াসেই অর্থ উপার্জন করা সম্ভব। একটি সমীক্ষায় দেখা গেছে একজন ফোন ব্যবহারকারী দিনে ৮০ বারের বেশী নিজের ফোন লক করে থাকেন। তাহলে এখন ফোন লক করার মতো সাধারণ কাজ থেকেও সহজে উপার্জন করা সম্ভব।

সাইডজয় APPটি ফোনে ইনস্টল করার পর এতে ব্যবহারকারীকে সাইন-আপ করতে হবে। এরপরেই ব্যবহারকারী নিজের ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপন দেখা শুরু করবেন। কোনো বিজ্ঞাপন সম্বন্ধে যদি ব্যবহারকারীর মনে উৎসাহ জাগে তাহলে ব্যবহারকারী বাঁদিকে Swipe করে সেই বিজ্ঞাপন সম্বন্ধিত বিস্তারিত তথ্য জানতে সক্ষম হবেন। এছাড়া ডানদিকে Swipe করলে ব্যবহারকারী ফোনের হোম স্ক্রিনে পৌঁছাতে সক্ষম হবেন। প্রত্যেক Swipe-এর জন্য ব্যবহারকারী একটি করে ‘ক্যারাট’ পাবেন। যেটি পরের দিনই অ্যাপে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকে যাবে। ১০০০ ‘ক্যারাট’ অর্জন করলে ব্যবহারকারী ১ ডলার পাবেন।

এই অ্যাপে উপার্জিত অর্থ ব্যবহারকারী PayPal কিংবা গিফট কার্ডের মাধ্যমে পেতে পারেন। এছাড়াও ব্যবহারকারী যদি চান তাহলে তার উপার্জিত অর্থের কিছু অংশ এই APP-এর মাধ্যমেই দান করতে পারেন। যারা এই APP-এর মাধ্যমে দান করেন সেই সমস্ত APP ব্যবহারকারিকে এই APP ‘হিরো’ উপাধি দিয়ে থাকেন।

সুবিধাঃ

  • এই APP-এর মাধ্যমে গিফট কার্ড যেমন উপার্জন করা যায় সেইরকমই আসল অর্থও উপার্জন করা সম্ভব হয়।
  • অর্থ তোলার জন্য নূন্যতম ২ ডলার-এর সীমা।
  • ব্যবহার করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না।

অসুবিধাঃ

  • শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে উপলব্ধ।
  • উপার্জের মাত্রা অন্যান্য APP-এর থেকে কম।

Shopkick: এটিও দর-কষাকষিপ্রেমীদের জন্য উপযুক্ত APP

যদি আপনি কেনাকাটি করতে ভালোবাসেন তাহলে এটি আপনার জন্য একটি উপযুক্ত APP। তবে এই APP থেকে অর্থ নয় গিফট কার্ড উপার্জন করা যায়।

শপকিকের মাধ্যমে উপার্জন করা ভীষণই সহজ। APPটি ডাউনলোড করার পর মোট আটটি অ্যাকটিভিটিতে যোগদান করতে হয় এবং শেষে পাওয়া যায় গিফট কার্ড। এই APP থেকে উপার্জন করতে হলে কোনো রকম অর্থ খরচ করতে হয় না।

সুবিধাঃ

  • কোনো খরচ না করে শুধুমাত্র কয়েকটি অ্যাক্টিভিটির মাধ্যমেই উপার্জন করা সম্ভব।
  • এছাড়াও কিছু ভিডিও দেখে কিংবা বারকোড স্ক্যান করেও পয়েন্ট উপার্জন করা সম্ভব।
  • ২৫০,০০০ রিটেল স্টোর এই APP-এর সাথে জড়িত আছে।

অসুবিধাঃ

  • শুধুমাত্র গিফট কার্ডের মাধ্যমে উপার্জন করা সম্ভব।
  • একমাত্র মোবাইল অ্যাপেই কাজ করে, ওয়েব ব্রাউজার নেই এর কোনো।

প্রত্যেকটি Money-Making App-এর উপার্জনের মাত্রা সমান হয় না। প্রত্যেকটি App-এর নিজস্ব কিছু নিয়ম থাকে এবং অর্থের পরিমান থাকে সেই অনুযায়ী উক্ত App থেকে উপার্জন করা সম্ভব। কোনো App ইনস্টল করতে যেমন ১ ডলার করে চার্জ দিতে হয় আবার কোনো কোনো Money-Making App সম্পূর্ণ বিণামূল্যেই ব্যবহার করা সম্ভব। আবার কোনো APP-এর উপার্জিত অর্থ একটি সীমা ছুঁলে তবেই সেই অর্থ তোলা সম্ভব। তাই যেকোনো App ইনস্টল করে ব্যবহার করার পূর্বে তার সমস্ত  নিয়ম-কানুন অর্থাৎ Terms and Conditions ভালোভাবে পড়ে নেওয়া উচিত। তবে এটা মাথায় রাখতে হবে এই Money-Making App গুলো কখনোই কারণ মূল উপার্জনের উৎস হতে পারবে না, কারণ এই APP থেকে উপার্জনের মাত্রা খুবই কম। তবে ফোনে কাটানো সময়কেই কাজে লাগিয়ে যদি অল্প-বৃহত অর্থ উপার্জন করতে চান তাহলে এই App গুলো আপনার জন্য একেবারে উপযুক্ত।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

আরও পড়ুনঃ তিনটি ছোটো অনুপ্রেরণামূলক এবং উদ্দীপণামূলক ছোটো গল্প,যা জীবনের উন্নতিতে সাহায্য করবে!

Leave a Reply