এয়ারটেল-এরিকসন জুটির মেয়াদ বাড়লো ভারতে 5G এবং কেনিয়াতে 4G নেটওয়ার্কের জন্য!

0
491
Airtel-Ericsson জুটির মেয়াদ বাড়লো ভারতে 5G এবং কেনিয়াতে 4G

বুধবারে ভারতীয় এবং কেনিয়া শাখার এয়ারটেলের সাথে কয়েকটি ব্যবসায়িক ডিলস সম্পন্ন করলো এরিকসন।

এরিকসন এয়ারটেলকে রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক সাপ্লাই করে থাকে।ভারতী এয়ারটেলের সাথে এইদিন সেই মাল্টি-ইয়ার কন্ট্র্যাক্টই আবার রিনিউ করলো এরিকসন।

গতবছরের অক্টোবর মাসে ভারতী এয়ারটেল এরিকসনকেই বেছে নেয় তাদের 5G কোরের জন্য অন্যদিকে জুলাইতে এরিকসন তিন বছরের জন্য ডিল করেন টেলকো নেটওয়ার্কের সাথে।

এরিকসন তাদের একটি স্টেটমেন্টে জানান ১৯৯৪ সালে ভারতে প্রথম টেলকো ইক্যুইপমেন্ট তৈরী হয়।

বর্তমানে এই কোম্পানি 4G এবং 5G নেটওয়ার্কের রেডিও এবং অন্যান্য মাইক্রোওয়েভ প্রোডাক্ট বানিয়ে থাকে তাদের পুনের ফ্যাক্টরিতে।পুনের এই ফেসিলিটি হলো এরিকসনের বিশ্ব প্রোডাকশন নেটওয়ার্কের অন্তর্গত।

আবার অন্যদিকে আফ্রিকার কেনিয়াতে 4G নেটওয়ার্ককে মডার্নাইজ করার জন্যও এরিকসন সংযুক্ত হয়েছে এয়ারটেলের সাথে ডিলস-এ।এটিও আগে হওয়া একটি ডিলস-এর মেয়াদ বৃদ্ধি করে করা হয়েছে।

এই বছরের আগস্ট মাসেই নেটওয়ার্ক মডার্নাইজেশনের এই ডিলটি স্বাক্ষর করা হয়েছে।এই ডিলস গঠনের উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের দিকেও এয়ারটেলের নেটওয়ার্ককে ছড়িয়ে দেওয়া।

এই আধুনিকায়ন যেমন বর্তমান নেটওয়ার্কের মান উন্নত করবে সেইরকমই গ্রামাঞ্চলে ছড়িয়ে দেবে নেটওয়ার্কের সুবিধা।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

আরও পড়ুনঃ আইফোন ১২ সিরিজের প্রতিযোগীতায় কোন মডেল হবে ক্রেতাদের বিজেতা? জেনে নিন!

Leave a Reply