Tech-এ হোক বাজিমাত- ২৫টি ভিডিও আইডিয়ায় টেক-ভিত্তিক Youtube চ্যানেল হয়ে উঠুক আকর্ষণীয়!

0
913
25 you tube video ideas
Contents hide
1 Youtube-এর দুনিয়ায় বর্তমানে টেক-ভিডিও হয়ে উঠেছে বিশেষ ভাবে জনপ্রিয়। You tube-এ আপনার টেক-চ্যানেলকেও আকর্ষণীয় করে তুলুন অসাধারণ কয়েকটি টেক-ভিডিও আইডিয়ার মাধ্যমে।

Youtube-এর দুনিয়ায় বর্তমানে টেক-ভিডিও হয়ে উঠেছে বিশেষ ভাবে জনপ্রিয়। You tube-এ আপনার টেক-চ্যানেলকেও আকর্ষণীয় করে তুলুন অসাধারণ কয়েকটি টেক-ভিডিও আইডিয়ার মাধ্যমে।

স্মার্টযুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে টেকনোলজির স্মরণাপন্ন হতেই হবে। এমনকি আপনার টেকনোলজির সম্বন্ধে যদি থাকে অপরিসীম জ্ঞান ও আগ্রহ তাহলে সেটিই হয়ে যেতে পারে আপনার উপার্জনের উপায়।

টেকনোলজির উন্নতির সাথে জীবনযাত্রাও হয়ে উঠছে ডিভাইস ভিত্তিক। তাই বর্তমানে টেকনোলজির প্রতি মানুষের আকর্ষণও বেড়ে গেছে বিশেষভাবে। কোনো নতুন ডিভাইস সম্বন্ধে জানতে কিংবা কোনো ডিভাইস চালানোর পদ্ধতির জন্যও মানুষ হচ্ছে Youtube-এর স্মরণাপন্ন। ফলতই বর্তমানে টেকনোলজিক্যাল
Youtube চ্যানেলগুলো হয়ে উঠছে বিশেষভাবে জনপ্রিয়।

এই ক্ষেত্রে আপনার যদি টেকনোলজি সম্বন্ধে বিশেষ জ্ঞান থেকে থাকে তাহলে অনায়াসে আপনি Youtube-এ টেক-চ্যানেল খুলে অর্থ উপার্জন করতে পারেন। তবে Youtube-এ তো শুধুমাত্র চ্যানেল খুললেই হলো না। সেই চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করলে একমাত্র সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে। একটি You tube চ্যানেলের লাইক এবং সাবস্ক্রাইবার সংখ্যা নির্ভর করবে সেই চ্যানেলের ভিডিওর মান এবং ঘন ঘন ভিডিও পোস্টিং-এর ওপর। ভিডিওর মান উন্নত করার জন্য আছে বিভিন্ন রকমের যন্ত্রপাতির সুবিধা। যেই বিষয়ে এর আগে আমাদের একটি পোস্টে আলোচনা করা হয়েছে।

কিন্তু টেকনোলজি-এর ভিডিও ঘন ঘন পোস্ট করার জন্য চাই ভালো মানের টেকনোলজিক্যাল ভিডিও আইডিয়া। যেইগুলো দর্শক দেখতে আগ্রহী হবেন।আজকের পোস্টে কয়েকটি আকর্ষণীয় টেক সম্পর্কিত Youtube ভিডিওর আইডিয়া নিয়ে আলোচনা করা হলো। এই ভিডিও আইডিয়াগুলোর মাধ্যমে সহজেই সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব হবে।

আজকের পোস্টে যেই টেক-ভিত্তিক Youtube পঁচিশটি ভীষণ কার্যকরী ভিডিও আইডিয়া গুলো নিয়ে আলোচনা করা হল সেইগুলো হলো-

১।নিজের ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা

সবার প্রথমেই যেই আইডিয়াটি নিয়ে আলোচনা করবো সেটি একেবারে বেসিক টেকনোলজিক্যাল ভিডিও আইডিয়া। নিজের ব্যবহৃত ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করে ভিডিও বানিয়ে দর্শকদের জন্য চ্যানেলে পোস্ট করুন। প্রত্যেক টেক-ইউটিউবার এটি করে থাকেন এবং এই ধরনের ভিডিও জনপ্রিয়তাও পায় বেশী।

২। টেকনোলজিক্যাল ইতিহাস নিয়ে আলোচনা

টেকনোলজির উৎস এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করেও বিস্তারিত ভিডিও বানানো যায়। দর্শক এই ধরনের ভিডিও দেখতে বিশেষ পছন্দ করে থাকেন।

৩। নিজের পছন্দের টেকনোলজিক্যাল ডিভাইস নিয়ে আলোচনা

আপনার ব্যবহার করা সমস্ত ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে পছন্দ কোনটি এবং কেন- এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করলে সেই ভিডিও জনপ্রিয় হওয়ার সুযোগ থাকে।

৫। নিজের ডেস্কটপ কিংবা ল্যাপটপের বিস্তারিত আলোচনা

দর্শকরা তাদের ইউটিউবারের ল্যাপটপ কিংবা ডেস্কটপে কী কী আছে সেটি দেখতে বিশেষ পছন্দ করে থাকেন। তাই আপনার চ্যানেলে ‘হোয়াটস ইন মাই ল্যাপটপ’-এর মতো ভিডিও পোস্ট করলেও সেটি জণপ্রিয় হবে।

৬। ডিভাইস রিভিউ

টেকনোলজির চ্যানেল হবে আর তাতে ডিভাইস রিভিউ থাকবেনা এটি কখনো কী হতে পারে? তাই ভিউস এবং সাবস্ক্রাইবার বাড়াতে নিজের চ্যানেলে বিভিন্ন ডিভাইসের রিভিউ করা শুরু করুন।

৭। টেক-সংবাদ বা টেক-কানাঘুষো নিয়ে আলোচনা

নিজের টেকনোলজির চ্যানেলে টাটকা টেক-সংবাদ কিংবা টেকনোলজি সংক্রান্ত গসিপ নিয়েও স্বচ্ছন্দে আলোচনা করা যায়।

৮। টেকনোলজি বিষয়টিকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ

‘টেকনোলজি’ বিষয়টি সম্বন্ধে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে। অনেকের কাছেই বিষয়টি খুব একটা পরিষ্কার নয়। তাই নিজের চ্যানেলে একটি ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়।

৯। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গ্রাফিকস কার্ড নিয়ে আলোচনা

ইউটিউবের নতুন ভিডিও সম্প্রতিমুক্তি প্রাপ্ত গ্রাফিক্স কার্ড নিয়ে করলেও সেটি বিশেষভাবে জণপ্রিয় হতে পারে।

১০। সম্প্রতিমুক্তিপ্রাপ্ত প্রসেসর নিয়ে আলোচনা

প্রায় প্রত্যেক মাসেই টেকনোলজির জগতে আসছে একটি করে নতুন প্রসেসর। তাই সম্প্রতিমুক্তি প্রাপ্ত প্রসেসর নিয়ে কোনো বিস্তারিত ভিডিও বানালেও সেই ভিডিও হতে পারে বিশেষভাবে জনপ্রিয়।

১১। নিজের কম্পিউটারের কর্মক্ষমতা সম্পর্কিত আলোচনা

ইউটিউবের দর্শকরা ইউটিউবার কোন কম্পিউটার ব্যবহার করেন সেটি জানতে বিশেষ আগ্রহী হন। তাই আপনি যেই কম্পিউটার ব্যবহার করছেন সেটির সম্বন্ধেও করতে পারেন বিস্তারিত আলোচনা আপনার একটি ভিডিওতে।

১২। টেকনোলজিক্যাল প্রশ্ন-উত্তরের ভিডিও

টেকনোলজি সম্বন্ধিত বিভিন্ন প্রশ্ন থাকে মানুষের মনে। আপনার চ্যানেলের একটি ভিডিও রেখে দিতেই পারেন শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

১৩। জনপ্রিয় অ্যাপ কিংবা সাইটের বেটা শো-অফ করা

জনপ্রিয় অ্যাপ কিংবা সাইটের বেটা অ্যাকসেস যদি আপনার থাকে এবং সেটি যদি আলোচনার যোগ্য হয় তাহলে সেটির ওপরেও বানাতে পারেন একটি ইউটিউব ভিডিও।

১৪। সম্প্রতিমুক্তি প্রাপ্ত বেটা অপারেটিং সিস্টেমের শো-অফ

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বেটা অপারেটিং সিস্টেমের অ্যাকসেস যদি আপনার থাকে তাহলে সেটির শো-অফ করেও বানিয়ে ফেলতে পারেন যোগ্য ইউটিউব ভিডিও।

১৫। নিজের ব্যবহৃত গ্যাজেটের রিভিউ

নিজের ব্যবহার করা গ্যাজেটের রিভিউ করলেও সেই ভিডিও বিশেষভাবে জনপ্রিয় হয়।

১৬। অডিও টেকনোলজি নিয়ে আলোচনা

টেক জগতের সবচেয়ে অবহেলার বিষয় হলো অডিও টেকনোলজি। কিন্তু অবহেলিত হলে কী হবে এই বিষয়টি সবথেকে বেশী আকর্ষণীয়। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করলেও চ্যানেলের জন্য ভালো কন্টেন্ট হতে পারে।

১৭। কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কিত আলোচনা

কম্পিউটারের নিত্যনতুন হার্ডওয়্যার প্রতিনিয়ত বেরিয়েই চলেছে। সেই সমস্ত হার্ডওয়্যার নিয়ে আলোচনা করে ভিডিও বানালেও সেই ভিডিও বিশেষভাবে জনপ্রিয় হয়।

১৮। টেকনোলজিক্যাল ট্রিকস দেখানো

টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন ‘ট্রিকস’ দেখতেও আগ্রহী হন দর্শকরা। অন ক্যামেরা যদি দর্শকদের সেই সমস্ত ‘ট্রিকস’ দেখানো হয় তাহলেও সেই ভিডিও বিশেষভাবে জনপ্রিয় হয়।

১৯। ডিভাইস আনবক্সিং

ইউটিউবে ‘আনবক্সিং’ ভিডিও-এর মতো জনপ্রিয় ভিডিও আর দুটি নেই। যেকোনো ডিভাইসের যদি সঠিকভাবে ‘আনবক্সিং’ করা যায় এবং সেই ডিভাইসের স্পেসিফিকেশন নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায় তাহলে সেই ভিডিও সহজেই জনপ্রিয় হতে পারে।

২০। টেকনোলজিক্যাল টিপস

যেকোনো বিষয়ে ‘টিপস’ জানতে কে না আগ্রহী হন। তাই টেকনোলজিক্যাল ‘টিপস’ নিয়ে একটি ভিডিও বানালে সেটিও জনপ্রিয় হওয়ার সুযোগ থেকে যায়।

২১। নিজের পছন্দের অ্যাপ এবং প্রোগ্রাম নিয়ে আলোচনা

দর্শকেরা ইউটিউবারের নিজের পছন্দের অ্যাপ কিংবা প্রোগ্রাম সংক্রান্ত ভিডিও দেখতে বিশেষ পছন্দ করেন। তাই এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে পোস্ট করলে তা বিশেষভাবে জনপ্রিয় হবে।

২২। নতুন স্টোরেজ টেকনোলজি নিয়ে আলোচনা

বর্তমানে স্টোরেজ বিষয়টি টেকনোলজির জগতে একটি বিশাল বড়ো ব্যাপার। নতুন স্টোরেজ ক্যাপাসিটি এবং তার মূল্য নিয়ে বিস্তারিত ভিডিও বানালেও সেই ভিডিও বিশেষ জনপ্রিয় হয় ।

২৩। ক্যামেরার সামনে নতুন অপারেটিং সিস্টেম পরখ করে দেখা

যতদিন যাচ্ছে নিত্য-নতুন অপারেটিং সিস্টেম আসছে টেকনোলজিক্যাল জগতে। অন ক্যামেরা সেই সমস্ত অপারেটিং সিস্টেম দর্শকদের ইনস্টল করে দেখালেও সেই ভিডিও বিশেষভাবে জনপ্রিয় হয়।

২৪। ডিভাইস ইনস্টল কিংবা সেট-আপ করা

কোনো ডিভাইস নতুন কিনলে সেটিকে অন ক্যামেরা সেট-আপ কিংবা ইনস্টল করলেও সেই ভিডিও বিশেষভাবে জনপ্রিয় হয়।

২৫। ক্যামেরার সামনে নিজের কম্পিউটারকে নষ্ট করা

হ্যাঁ, ঠিকই পড়েছেন। বর্তমানে এই ধরনের ভিডিও-এর জনপ্রিয়তা প্রবলভাবে বেড়েছে। দর্শকদের জন্য ক্যামেরার সামনে ইচ্ছা করে নিজের কম্পিউটারের ভাইরাস ঢুকিয়ে কম্পিউটার নষ্ট করতে হয়। অবশ্যই অতিরিক্ত মেশিন থাকলে তবেই এই ভিডিও করা সম্ভব হবে।

ওপরের এই পঁচিশটি টেকনোলজিক্যাল ভিডিও অনায়াসেই আপনার টেকনোলজিক্যাল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি করে আপনাকে জনপ্রিয়তা এনে দিতে সক্ষম হবে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

আরও পড়ুনঃ Facebook -এর মাধ্যমেও অর্থ উপার্জন সম্ভব! কীভাবে? জেনে নিন উপায়!

Leave a Reply